ভোটারদের হাত-পা বেঁধে বুথে নিয়ে আসার কথা বলে বিতর্ক বাড়ালেন বিজেপি শীর্ষনেতা জাতীয় বিশেষ খবর May 6, 2018 নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে কর্ণাটকের রাজনৈতিক আবহাওয়া। লোকসভা ভোটার আগে দক্ষিণের এই গুরুত্ত্বপূর্ন রাজ্যে গদির দখল নিতে মরিয়া বিজেপি-কংগ্রেস দুই শিবিরই। কিন্তু নির্বাচনের প্রচারে গিয়ে বেফাঁস কথা বলে বিজেপিকে বড়সড় সমস্যায় ফেলে দিলেন এবারের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা। গতকাল এক প্রচার সভায় দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বলেন, বিশ্রাম নেবেন না।কেউ ভোট দিতে না আসলে বাড়িতে যান,হাত পা বেঁধে তাঁদের মহন্তেশ ডোগ্গাগোদরের সমর্থনে ভোট দিতে নিয়ে আসুন। একইসঙ্গে তিনি তীব্র আক্রমন করেন প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে। ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কংগ্রেসের এবার ভরাডুবি হবে কর্নাটকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ইয়েদুরাপ্পার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা পাল্টা আক্রমনে বলেন, হারের আশঙ্কায় ভুগছে বিজেপি। হতাশা থেকে ভোটারদের হুমকি দিচ্ছে তারা। গণতন্ত্রের অপমান করছেন ইয়েদুরাপ্পা। বিজেপিকে উচিৎ শিক্ষা দেবেন ভোটাররা। প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভা নির্বাচনে ক্রমশ সুর চড়াতে শুরু করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। আর বিজেপির বিরুদ্ধে তাঁর হাতিয়ার ‘দুর্নীতি’, আর এই দুর্নীতি-আক্রমনে তিনি নিশানা করেছেন বিজেপির প্রচারের প্রধানমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিজের ট্যুইটারে তিনি লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন মোদী অথচ বিজেপি আবার রেড্ডি ভাইসহ (খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত) আরো ৮ জনকে ভোটের টিকিট দিয়েছে। দুর্নীতিগ্রস্থ ইয়েদুরপ্পাকে কেন মুখ্যমন্ত্রী করতে চাইছে বিজেপি? আপনার মতামত জানান -