এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এর ফল নিয়ে বিজেপির জন্য দুশ্চিন্তা বাড়িয়ে দিল দলেরই প্রাক্তন সাংসদ

২০১৯ এর ফল নিয়ে বিজেপির জন্য দুশ্চিন্তা বাড়িয়ে দিল দলেরই প্রাক্তন সাংসদ

২০১৯ এর ফল নিয়ে বিজেপির জন্য দুশ্চিন্তা বাড়িয়ে দিল দলেরই প্রাক্তন সাংসদ ।
উত্তর প্রদেশে বিজেপির প্রাক্তন সাংসদ রমাকান্ত যাদব , লোকসভার উপনির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ হিসেবে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া দলিতদের অবহেলাকেই মূলতঃ দায়ী করলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে তীর্যক সমালোচনায় বিঁধে তিনি এদিন বললেন , ” যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তর প্রদেশের পিছিয়ে পড়া এবং দলিতদের চরম অবহেলা করা হচ্ছে।” মুখ্যমন্ত্রীর জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলে এদিন বিজেপি নেতা রমাকান্ত যাদব বললেন , ” পুজো-পাঠ করা একজন নেতাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। সরকার চালানো তাঁর কাজ নয় ।” রমাকান্ত যাদবের আগে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের মতো বিজেপি সাংসদ ও বিজেপির দলীয় ব্যবস্থা ও কাজকর্ম নিয়ে তাদের বিরূপ মনোভাবের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!