এখন পড়ছেন
হোম > রাজ্য > কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির

কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির


পুরুলিয়া জেলায় বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালো রাজ্য বিজেপি। বুধবার বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাহস থাকলে এই মৃত্যুর সিবিআই তদন্ত করে দেখেন। সব ফাঁস হয়ে যাবে।” একই সাথে তিনি, “এক সময় ত্রিপুরাতে মধু দেবকে এই ভাবেই হত্যা করেছিল সিপিএম। মানুষ সিপিএমকে ত্রিপুরা থেকে সাফ করে দিয়েছে। বাংলায় তৃণমূলের একই অবস্থা হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্য সরকার পুলিশের ডিজি সুরজিত্‍ কর পুরকাযস্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে। এই বিষয়ে অসন্তুষ্ট রাহুল বাবু নিজের ব্যক্তিগত ক্ষোভ জাহির করে বললেন, “এই বিষয়টি নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানাচ্ছি। অপদার্থ একজন ডিজিকে মুখ্যমন্ত্রী extension দিয়ে নিরাপত্তা উপদেষ্টা বানাচ্ছেন। উনি নতুন ডিজিকে কাঠের পুতুল বানিয়ে রাখবেন।” সব শেষে রাজ্যে পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে রাহুল বাবু খানিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে বললেন, “মুখ্যমন্ত্রীর নতুন বন্ধু হয়েছে সিপিএম। বাম সরকার করলে পেট্রোল ডিজেলের সেস নেয় না। এতে দাম কিছুটা কম। আমাদের মুখ্যমন্ত্রী এতই মানবদরদী হলে তা করে দেখেন। আগের থেকে দাম তো একটু কমেছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!