এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার দুই আসনে গেরুয়া ঝড় তুলতে মোদী-শাহকে নিয়ে মহা পরিকল্পনায় বঙ্গ-বিজেপি

কলকাতার দুই আসনে গেরুয়া ঝড় তুলতে মোদী-শাহকে নিয়ে মহা পরিকল্পনায় বঙ্গ-বিজেপি


গত ২০১৪ সালে লোকসভা ভোটে বিজেপির ক্ষমতায় আসার পেছনে মূল ব্যক্তি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারা ভারতে নরেন্দ্র মোদীর মুখ দেখেই মানুষ বিজেপিকে ভোট দিয়ে কেন্দ্রের ক্ষমতা এনেছে বলেও বিভিন্ন সময়ের দাবি করতে দেখা গেছে সেই মোদি অনুগামীদের। আর এবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে সেই মোদি ম্যাজিককেই বাংলায় কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সারা ভারতে বিভিন্ন রাজ্যে বিজেপি প্রচুর আসন দখল করলেও বাংলায় তারা ৪২ টি আসনের মধ্যে মাত্র দুটো আসন দখল করেছিল।

তবে এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাদের অন্যতম পাখির চোখ বাংলা। অন্তত এই বাংলা থেকে সিংহভাগ আসন তারা নিজেদের ঝুলিতে পোরার জন্য রাজ্য নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছে। ইতিমধ্যেই বাংলায় এসে প্রচারে ঝড় তুলতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। কিন্তু এবার শেষ দফা আগামী ১৯ শে মের নির্বাচনের আগে খোদ মহানগরী কলকাতাতে গেরুয়া ঝড় তোলার জন্য সেই মোদি এবং শাহকে নিয়ে আসতে পারে গেরুয়া শিবির বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৯ শে মে সপ্তম তথা শেষ দফায় রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড-হারবার এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রগুলি। আর বাংলার রাজধানী কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে নির্বাচন হওয়ায় সেখানে আরও বেশি করে প্রচার পাওয়ার জন্য এবার সেই মহানগরীকেই টার্গেট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে রোড শো করাতে চাইছে পদ্মশিবির বলে মত বিশেষজ্ঞদের।

জানা গেছে, আগামী ২৩ শে এপ্রিল রাঁচিতে রোড শো করার পরই বাংলায় নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফে লোকসভা নির্বাচনে রাজ্যের নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে মহানগরীতে ঝড় তুলতে চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন পাঠিয়েছে বঙ্গ বিজেপি। তবে শুধু নরেন্দ্র মোদী এবং অমিত শাহই নয়, উত্তরপ্রদেশের হেভিওয়েট বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও রাজ্যে প্রচারে আনতে চায় গেরুয়া শিবির। সূত্রের খবর, হাওড়া জেলায় যোগী আদিত্যনাথকে দিয়ে রোড শো করানো হতে পারে।

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ কি কলকাতায় রোড শো করবেন? এদিন এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির এক নেতা বলেন, “গোটা দেশে মোদীজিই আমাদের ভোটের মুখ। আমরা চাইছি এই মুহূর্তে আমাদের প্রধান প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত দক্ষিণ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে রোড শো করাতে।” ফলে, এই মুহূর্তে বিজেপির ‘নয়নের মনি’ ত্রিমূর্তি – নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে দিয়ে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে কতটা গেরুয়া ঝড় ওঠে এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!