এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এক হয়ে গেছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস – আটকে স্মরণার্থীদের বৈধ নাগরিকত্ত্ব দেওয়ার কাজ, বোঝাবে বিজেপি

এক হয়ে গেছে তৃণমূল-সিপিএম-কংগ্রেস – আটকে স্মরণার্থীদের বৈধ নাগরিকত্ত্ব দেওয়ার কাজ, বোঝাবে বিজেপি

নাগরিকপঞ্জীর ইস্যুকে সামনে রেখে আগামী ৩ রা ডিসেম্বর থেকে এ রাজ্যে লোকসভা ভোটের প্রচার কর্মসূচির জন্য রথযাত্রা শুরু করবে বিজেপি। সিপিএম-কংগ্রেস-তৃনমূলের মদতেই রাজ্যের লাখ লাখ শরণার্থীর বৈধ নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া থমকে রয়েছে – এই অভিযোগকে সামনে রেখেই রাজ্যবাসীর কাছে এই তিনটি রাজনৈতিক দলের ‘দ্বিচারিতার’ মুখোশ খুলে দেওয়ার লক্ষ্যেই রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রসঙ্গত, রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রই পরিক্রমা করবে বিজেপির ৩ টি রথ।

সেসময় রাজ্য বিজেপি নেতৃত্বরা এবং পড়শি রাজ্য থেকে আসা হেভিওয়েট বিজেপি নেতারা সশরীরে হাজির থেকে নাগরিকত্ব বিল, এনআরসি সহ একাধিক বিষয় সবিস্তারে বোঝাবেন মানুষকে। এই কাজের জন্য লিফলেট এবং বই ছাপার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলেই জানালেন এই কর্মসূচির পর্যবেক্ষক তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বাংলার বুকে বিজেপির এই রথযাত্রার নির্ধারিত দিনগুলোতে হাজির থাকতে চাইছেন স্বয়ং সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু সামনেই পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ নির্ধারিত হয়ে যাওয়ায় তিনি সেখানকার নির্বাচনী কার্যকলাপ নিয়ে ব্যস্ত থাকবেন। এখনো পর্যন্ত রথাযাত্রায় অমিত শাহ উপস্থিত থাকতে পারবেন কিনা সে সম্পর্কে তাঁর অফিস থেকে কিছু জানানো হয়নি। এদিন কলকাতার এক বিজেপি নেতার বাড়িতে হওয়া বৈঠকে প্রথমবার যোগ দেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক হিসাবে। কোর কমিটির নেতৃত্বে প্রাথমিক আলাপ পর্ব সারেন তিনি।

নিজের বক্তব্যে জানান, বাংলার রাজনৈতিক পরিস্থিতি বলছে রাজ্যবাসী বিজেপির পক্ষেই রয়েছে। এই সময় দলীয় কর্মীদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন। এই বৈঠকেই ডিসেম্বরে রাজ্যের তিনটি প্রান্ত থেকে শুরু হওয়া রথযাত্রার সামগ্রিক ব্লু প্রিন্ট তুলে ধরেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়। ৩, ৫ ও ৭ ডিসেম্বর থেকে কোচবিহার, তারাপীঠ এবং গঙ্গাসাগর থেকে রথযাত্রা শুরু করার কথা বলেন তিনি।

আর সেই প্রসঙ্গেই বিজেপির তরফে আলোচনা হয়, সংসদে নাগরিক বিলটি পাশ হচ্ছে না সিপিএম-কংগ্রেস-তৃণমূলের বিরোধীতার কারণে। রাজ্যবাসীর সামনে এদের স্বরূপ তুলে ধরার সময় এসেছে। আর সেই লক্ষ্যেই জনসংযোগ বাড়াতে লোকসভা ভোটের আগে এই রথযাত্রার পরিকল্পনা বিজেপির। আপাতত রাজ্য-বিজেপি শিবিরে কর্মতৎপরতা তুঙ্গে থাকবে আগামী প্রচারমূলক রথযাত্রার প্রস্তুতি নিয়ে। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রের খবর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!