এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > 200 আসন জিতেই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি? পরিসংখ্যান তুলে ধরে জানালেন ‘কনফিডেন্ট’ দিলীপ!

200 আসন জিতেই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি? পরিসংখ্যান তুলে ধরে জানালেন ‘কনফিডেন্ট’ দিলীপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, 2019 এ হাফ এবং একুশে সাফ হবে। অর্থাৎ 2019 সালের লোকসভা নির্বাচনে অর্ধেকের বেশি আসনে জয়লাভ করে 2021 এর ক্ষমতা দখল করাই যে বিজেপির প্রধান লক্ষ্য, তা বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে বর্তমানে বিভিন্ন জায়গায় বিজেপির গোষ্ঠী কোন্দলের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।

সেদিক থেকে বিজেপি নিজেদের সংগঠন নিয়ে সব থেকে বেশি চিন্তিত বলে মনে করছেন একাংশ। তবে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে আগামী বিধানসভা নির্বাচনে তারা যে টার্গেট রেখেছেন, তা পূরণ করাই যে এখন প্রধান লক্ষ্য, তা এদিন স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক্ষেত্রে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য পাবে বলে দাবি করলেন দিলীপবাবু। এদিন তিনি বলেন, “2019 এর ভোটে আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের শক্তি। আমরা প্রায় অর্ধেক আসন দখল করে নিয়েছি। তৃণমূল 42 এ 42 টার্গেট করে মাত্র 22 টি আসন পেয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভার পর থেকে বাংলা জয়ের লক্ষ্যে আমরা যেভাবে এগোচ্ছি, তাতে তৃণমূলের সঙ্গে আমাদের ভোটের ব্যবধান কমেছে।” আর এরপরই বিজেপি 2021 সালের বিধানসভা নির্বাচনে কতগুলো আসন পাবে, সেই ব্যাপারে ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে ২ কোটির নিচে নেমে যাবে তৃণমূলের ভোট প্রাপ্তির সংখ্যা। বিজেপি সেক্ষেত্রে অনেক আসন বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা 200 আসন। আমরা সেই টার্গেট ছুতে আমরা সফল হব। সম্প্রতি ভার্চুয়াল রালিতে আমরা যে সাড়া পেয়েছি এবং তৃণমূল যেভাবে পিছিয়ে পড়েছে, তাতে আমাদের বিশ্বাস বেড়ে গিয়েছে।”

পর্যবেক্ষকরা বলছেন, দিলীপবাবু এই মন্তব্য করে যেমন নিজেদের কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করলেন এবং বুঝিয়ে দিলেন যে, এখন থেকে আরও জোরদার হবে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের মধ্যেও তিনি ভয়ের সৃষ্টি করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মুখে দিলীপ ঘোষ 200 আসন দখল করে 2021 এর সাফল্য পাওয়ার কথা বললেও, ভোটবাক্স খোলার পর বাস্তব কতটা এর সঙ্গে মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!