এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গে আগামী পঞ্চায়েতে ‘তাক-লাগানো’ ফল করবে বিজেপি, দাবী ওড়াল তৃণমূল

উত্তরবঙ্গে আগামী পঞ্চায়েতে ‘তাক-লাগানো’ ফল করবে বিজেপি, দাবী ওড়াল তৃণমূল

গত বিধানসভা নির্বাচনের ফলাফলের হিসাবে উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি ডুয়ার্সের বীরপাড়া-মাদারিহাট বিধানসভা ও তার সংলগ্ন ফালাকাটা, নাগরাকাটা এলাকায় দলকে আগামী পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটে আরো চাঙ্গা করতে রাজ্য ও কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার এখানে আসছেন কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে বৈঠক করতে। মাদারিহাট-বীরপাড়া বিধানসভার ১২টি গ্রাম পঞ্চায়েতের গতবারের ফলাফলকে সামনে রেখে জেপি নাড্ডা বলেন, তিন বিধানসভার মন্ডল কমিটির সঙ্গে বৈঠক করে দলের অবস্থান জেনে আমি খুশি। আগামী পঞ্চায়েত ভোটে বিজেপি তাকে লাগানো ফলাফল করবে।
রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে বিজেপি নিজেদের দুর্বলতা ঢেকে নিজেদের গুছিয়ে নিয়ে তৃণমূলের উপর স্নায়ুর চাপ বাড়িয়ে দিচ্ছে। তবে তাতে আমল দিচ্ছে না তৃণমূলের মাদারিহাট-বীরপাড়া ব্লকের স্থানীয় নেতৃত্ত্ব। তৃণমূলের কথাতে এটা স্পষ্ট যে ডুয়ার্সে বিজেপির সঙ্গী মোর্চার বেশিরভাগ নেতা বর্তমানে তৃণমূলে যোগ দেওয়াতে বিজেপির পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে, তাই তাঁরা ঘন ঘন তাদের নেতা মন্ত্রীদের নিয়ে আসছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!