তৃণমূলকে টেক্কা দিয়ে বাংলায় জিততে সাইকেলের বদলে স্কুটির প্রতিশ্রুতি বিজেপির, শুরু শোরগোল বর্ধমান বিজেপি রাজনীতি রাজ্য January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্ষমতায় আসার পরই রাজ্যের সকল স্তরের ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সবুজসাথী সাইকেল দেওয়ার প্রক্রিয়া চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বারবার তৃণমূলের বক্তব্যে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথীর মত প্রকল্পের কথা উঠে এসেছে। এমনকি নির্বাচনের আগে এই সমস্ত প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূল মানুষের মন জয় করতে তৎপর। আর এই পরিস্থিতিতে বিজেপি যখন এবার বাংলা দখল করতে রীতিমত উঠেপড়ে লেগেছে, তখন ক্ষমতায় এলে সাইকেলের বদলে পড়ুয়াদের স্কুটি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্য এখন রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়ে। সূত্রের খবর, বুধবার পূর্ব বর্ধমান খণ্ডঘোষে একটি সভায় উপস্থিত হন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। আর সেখানেই বিজেপি ক্ষমতায় এলে পড়ুয়াদের স্কুটি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায় তাকে। হেভিওয়েট এই বিজেপি নেতা বলেন, “বিজেপি বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে ক্ষমতায় এলে সাইকেলের পরিবর্তে প্রত্যেককে স্কুটি দেওয়া হবে।” স্বাভাবিক ভাবেই তার এই প্রতিশ্রুতিকে নিয়ে এখন রীতিমত তরজা সৃষ্টি হয়েছে শাসক বনাম বিরোধীদের মধ্যে। অনেকেই বলছেন, নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা মাথায় রেখে নানা প্রতিশ্রুতি দিতে শুরু করে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু ভোট চলে গেলে তাদের সেই প্রতিশ্রুতি উবে যায়। এক্ষেত্রে এবার বিজেপির কাছে বাংলা দখল রীতিমতো চ্যালেঞ্জের। তাই সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে যেমন সবুজসাথীর সাইকেল দেওয়া হয়েছে, তেমনই তার পাল্টা ক্ষমতায় এলে স্কুটি দেওয়া হবে বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, “আজ বিজেপির সভায় লোক হয়নি। তাই যা কিছু বলে চমক দিচ্ছে। এখানে বিজেপির কোনো স্থান নেই। লোকসভা ভোটে সৌমিত্রকে খণ্ডঘোষের মানুষ ডজন গোল দিয়েছে।” একইভাবে এই ব্যাপারে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু বলেন, “বিজেপি বুঝে গিয়েছে বাংলা দখল এত সোজা নয়। তাই উল্টোপাল্টা বকছে। দেশের মানুষকে কত দিয়েছে, তা সকলেই জানে।” সব মিলিয়ে নির্বাচনী চমক হিসেবে সৌমিত্র খাঁ একথা বললেন, নাকি সত্যি সত্যি ক্ষমতায় এলে তারা এই ধরনের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করবেন, তা নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছে। আপনার মতামত জানান -