এখন পড়ছেন
হোম > রাজ্য > নিরাপত্তা কড়া হয়ে ব্যালট ছিনতাই আটকাতেই জয়ের সরণিতে বিজেপি প্রার্থী

নিরাপত্তা কড়া হয়ে ব্যালট ছিনতাই আটকাতেই জয়ের সরণিতে বিজেপি প্রার্থী


গত ১৭ই মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার দিন জলপাইগুড়ি রাজগঞ্জের গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মদত পুষ্ট দুষ্কৃতিরা বিজেপির কাউন্টিং এজেন্টকে মারধর করে ব্যালট ছিনতাইের অভিযোগ উঠেছিলো। এরপর নির্বাচন কমিশনের নির্দেশে ২০ শে মে রবিবার রাজগঞ্জের দুটি বুথে দ্বিতীয় দফার পুনর্নির্বাচন হয়। সোমবার জলপাইগুড়ি রাজগঞ্জ বিডিও কার্যালয়ে পুনর্গণনা হয়। এদিন ভোট গণনার পরে দেখা যায় বিজেপি প্রার্থী ডলি সূত্রধর ২১৬ ভোটে  তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্রিয়া বিশ্বাসকে পরাজিত করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এই দুই বুথে মোট ভোটার সংখ্যা ১৮৪২ জন। ১৭ ই মে-র গণনায় ভোট পড়েছিল ১৬০৮টি। কিন্তু রবিবারের পুননির্বাচনে ভোট পড়ে ১৫৩৩টি। বিজেপির বিজয়ী প্রার্থী ডলি সরকার এদিন তাঁর জয় প্রসঙ্গে বললেন, ”ওইদিন তো পুরো মারপিট হল। ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আজ প্রশাসনিক ব্যবস্থা ভাল ছিল। যদি এরকমই থাকত গণনার দিন, তা হলে আমরা আরও বেশি ভোটে জিততাম।” তবে জয়লাভের পরেও দুষ্কৃতিদের আক্রমনের ভয়ে কার্যতই সন্ত্রস্ত বিজয়ী  বিজেপি প্রার্থী। তাঁর ওপর শাসক দলের দুষ্কৃতিদের আক্রমনে হতে পারে ভেবে ভয় পাচ্ছেন তিনি। এই আসনে পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রতিক্রিয়া, ”যা হয়েছে মেনে নিতে হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!