এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় জয় পেল বিজেপি,এবার এখানেও গেরুয়া ঝড়,লোকসভার আগে চাপে বিরোধীরা

বড় জয় পেল বিজেপি,এবার এখানেও গেরুয়া ঝড়,লোকসভার আগে চাপে বিরোধীরা

সন্ত্রাসবাদ অধ্যুষিত কাশ্মীরের পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। কাশ্মীর উপত্যাকায় ঐতিহাসিক জয় পেল গেরুয়া শিবির। প্রথমবারের জন্য অন্তত সাতটি পুরসভা পরিচালনার ভার হাত পেয়ে রেকর্ড গড়ল বিজেপি। দক্ষিণ কাশ্মীরের দেভসার,কাজিগুন্ড,পহেলগাঁও,আসমুকাম এবং উত্তর কাশ্মীরের সোপিয়ান এবং সোপার এইসব পুরসভাগুলোতে নেতৃত্ব দেবে বিজেপি। কমপক্ষে ৬০ জন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানা গিয়েছে। আর এটা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার,এমনটাই অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছেন ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি।

শ্রীনগরের বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুরের সুত্র থেকে জানা গিয়েছে,উপত্যকার ১০ টি জেলার পুরসভার ৬০০ টি ওয়ার্ডের মধ্য ৩৫০টি তেই রয়েছে বিজেপি প্রার্থী। এদের মধ্যে ৬০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন। ছয়জন কাশ্মীরি পন্ডিত রয়েছে এঁদের মধ্যে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে মনোনয়নো দাখিলের পর থেকেই প্রার্থীর সংখ্যা বেড়ে গিয়েছে। মানুষ যে গনতন্ত্রের উপর ভরসা রাখছে এটাই তার প্রমাণ। এমনটাই জানালেন বিজেপির মুখপাত্র। এটাও আশ্বাস দিলেন মানুষের ভরসার সঠিক মূল্য দেবে বিজেপি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,আগামী ৮,১০,১৩, ১৬ অক্টোবর জম্মু কাশ্মীরের ৬২৪ টি টি ওয়ার্ডের নির্বাচন হওয়ার দিনক্ষণ ঠিক হয়ে রয়েছে। নির্বাচনের প্রথম পর্যায়েই ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স এবং মেহবুবা মুফতির পিডিপি নির্বাচনী প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর ফলে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে গিয়েছে। তবে কংগ্রেস একেবারে ভোটের ময়দান থেকে সরে না গেলেও যথেষ্ট আসনে প্রার্থীই দিতে ব্যর্থ হয়েছে। ফলত দূর্বল সংগঠন নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই-এর ময়দানে কংগ্রেস কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে সেটাই বিষ্ময়ের। উদাহরণস্বরূপ বলা যায়,সোপার পুরসভার কথা। পুরসভাটি কংগ্রেসের আওতায় থাকলে সেখানে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করেছে বিজেপি।

সবথেকে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে ২৯ সেপ্টেম্বর। জঙ্গি ফারুক আহমেদ খান ওরফে সইফুল্লা অস্ত্র সরিয়ে বিজেপির টিকিটে পুরানো শ্রীনগরের একটি কেন্দ্র থেকে লড়াই-এ নামার কথা ঘোষণা করেছেন। তিনি আবার উপত্যকার মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। অন্যদিকে,উপত্যকার সবথেকে বড় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের তরফ থেকে প্রার্থীদের উপর অ্যাসিড হামলার করার হুমকিও দেওয়া হয়েছে। সবমিলিয়ে পুরসভা ভোটের আগে উত্তপ্ত অবস্থা উপত্যকার। রাজনৈতিকমহলের চোখ রয়েছে নির্বাচনের দিকে। লোকসভা ভোটের আগে অন্য একটি নির্বাচনের জয়ের স্বাদ পেতে মরিয়া বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!