এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের ফুৎকারে উড়িয়ে বড় জয় পেল বিজেপি, খুশির হাওয়া গেরুয়া শিবিরে

বিরোধীদের ফুৎকারে উড়িয়ে বড় জয় পেল বিজেপি, খুশির হাওয়া গেরুয়া শিবিরে


গেরুয়া ঝড় অব্যাহত ত্রিপুরাতে। ত্রিপুরা পুরসভার উপনির্বাচনে ফের জয়জয়কার বিজেপির। পুরসভার ৬৭ টি আসনের মধ্যে ৬৬ টিতেই জয় হল পদ্ম প্রতীকের। বাম,কংগ্রেস কেউ ভোটে টিকতেই পারল না বিজেপির সামনে। শুধুমাত্র পানিসাগর পুরসভায় একমাত্র আসনটি জিতেছে সিপিএম। আগরতলা পুর কর্পোরেশন এবং রাজ্যে বিভিন্ন পুরসভার আসনে এই উপনির্বাচন হয়েছিল বৃহস্পতিবার। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন এই ফলের ঘোষণা করতেই উচ্ছ্বাস ফেটে পড়ল গেরুয়াশিবিরের নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে।

প্রশাসনিক সূত্রের খবর, চলতি সপ্তাহে ত্রিপুরায় ৬৭ টি পুর আসনে যে উপনির্বাচন হয় তার গননার মাধ্যমেই প্রকাশ্যে এসেছে বিজেপির জয়। বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে গেরুয়াশিবির। এই উপনির্বাচনে এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছপ বামেরা। এবং কংগ্রেস নেমে গিয়েছে তৃতীয় স্থানে। তবে বেশিরভাগ স্থানেই বিরোধীরা ভালোই জব্দ হয়েছে বিজেপির কাছে।

উল্লেখ্য,চলতি বছরই ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনে ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে ত্রিপুরায় রেকর্ড গড়েছিল গেরুয়া শিবির। এবার পুরসভার উপনির্বাচনে ৯৯% এর বেশি আসনে জিতে সে রেকর্ডও ভেঙে দিল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারও গেরুয়া ঝড়ে কুপোকাত লালদূর্গ। বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে হিংসাকে হাতিয়ার করে এই জয় পেয়েছে বিজেপি। নির্বাচনের সময় সন্ত্রাসের তান্ডব চলেছে এলাকায়। হুমকির পাশাপাশি শারীরিক নিগ্রহেরও অভিযোগও রয়েছে বিজেপির বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, রীতিমতো প্রার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি করে মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে বিজেপি। কার্যত  রিগিং এবং বুথ দখল করেই জয় পেয়েছে বিজেপি।

তবে বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ গেরুয়াশিবির। বামেরা জয় না পাওয়ার জন্যে হিংসায় ভিত্তিহীন অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে,এমনটাই বক্তব্যে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উল্লেখ্য,পাঁচ রাজ্যের বিধানসভার ভোটে গোবলয়ে বিজেপির মনোবল ভেঙে গেলেও লোকসভা ভোটের আগে উত্তরপূর্ব ভারতে বিজেপির ঘাঁটি মজবুত রয়েছে,সেটাই বারবার বুঝিয়ে দিচ্ছে ত্রিপুরার নির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!