অযোধ্যা বিজেপির, বড় ধাক্কা ঝাঁসি ও গোরক্ষপুরে জাতীয় বিশেষ খবর December 1, 2017 উত্তরপ্রদেশ জুড়ে ১৬ পুরনিগমের ভোটার জানান এখনও পর্যন্ত সব ওয়ার্ডের গণনা শেষ হয়েছে অযোধ্যা, ঝাঁসি ও গোরক্ষপুরে। তিন জায়গাতেই মেয়র পদে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা এবং একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। কিন্তু অযোধ্যাতে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বাকি দুজায়গা ঝাঁসি ও গোরক্ষপুরে কিন্তু সম্মিলিত ভাবে প্রাপ্ত বিরোধীদের আসন সংখ্যা বেশি। এছাড়া এলাহাবাদেও বিরোধীরা এগিয়ে বলে খবর, যদিও গণনা এখনো চলছে সেখানে। একনজরে এই তিন পুরনিগমের নির্বাচনী ফলাফল – গোরক্ষপুর (৭০/৭০ ওয়ার্ড) বিজেপি – ২৭ কংগ্রেস – ৩ সপা – ১৭ বসপা – ৫ অন্যান্য – ১৮ ঝাঁসি (৬০/৬০ ওয়ার্ড) বিজেপি – ২৯ কংগ্রেস – ৫ সপা – ৬ বসপা – ৯ অন্যান্য – ১১ অযোধ্যা (৬০/৬০ ওয়ার্ড) বিজেপি – ৩২ কংগ্রেস – ১ সপা – ১৭ বসপা – ২ অন্যান্য – ৮ আপনার মতামত জানান -