এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনে হারের জের, সবাইকে অবাক করে নির্বাচনের আগেই প্রার্থী প্রত্যাহার বিজেপির

উপনির্বাচনে হারের জের, সবাইকে অবাক করে নির্বাচনের আগেই প্রার্থী প্রত্যাহার বিজেপির


উত্তরপ্রদেশের দুটি উল্লেখযোগ্য আসনের উপনির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হওয়ার পর রাজ্যসভা নির্বাচনে বিদ্যাসাগর সোনকার এবং সলিল বিষ্ণই রাজ্য নেতৃত্বে আদেশেই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। ফলে উত্তর প্রদেশ থেকে ১০ আসনে বিজেপির প্রার্থী থাকল ৯ জন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার ফলে বিএসপি প্রার্থী ভিমরাও আম্বেদকর এবং বিজেপির অনিল আগরওয়ালের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অনেক তীব্র হয়ে গেলো।

উত্তরপ্রদেশ বিধানসভায় বিএসপির বিধায়ক সংখ্যা সংখ্যা ১৯, এসপির ৪৭ এবং কংগ্রেসের ৬ জন বিধায়ক রয়েছেন। জয়া বচ্চনকে রাজ্যসভায় পাঠানোর পর সমাজবাদী পার্টির বাকি সদস্য, কংগ্রেস এবং আরএলডির ভোট স্বভাবতই যাবে বিএসপি প্রার্থীর দিকে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশ থেকে এবার রাজ্যসভায় যেতে গেলে ৩৭ টি করে ভোট পেতে হবে, ফলে বিজেপির টিকিটে ৮ জন জেতার পরেও তাদের হাতে অতিরিক্ত ২৮ টি ভোট থেকে যাবে। ফলে নবম আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি এবং আশায় ছিল ক্রস ভোটিং থেকেই প্রয়োজনীয় সংখ্যা তারা পেয়ে যাবে, কিন্তু সদ্য সদ্য নির্বাচনে পরাজয়ের পর আর সেই রাস্তাতে হাঁটল না তারা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!