এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভায় আরও দুই আসন বাড়িয়ে নিল বিজেপি – জানুন বিস্তারিত

বিধানসভায় আরও দুই আসন বাড়িয়ে নিল বিজেপি – জানুন বিস্তারিত


লোকসভা নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের বিধানসভার শূন্য আসনগুলি পূর্ণ করতে তৎপর হয়েছে। কোথাও, কোনো বিধায়কের মৃত্যুর জন্য, কোথাও বা সংশ্লিষ্ট বিধায়ক লোকসভার সাংসদ মনোনীত হওয়ার জন্য দেশের প্রায় ৭৫ টি বিধানসভা আসন বর্তমানে শূন্য ছিল। আর তাই সেই সব শূন্য আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কাজ সুর করেছে নির্বাচন কমিশন।

আর তাই ধাপে ধাপে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন চলছে। গতকাল এইসব উপনির্বাচনের মধ্যে চার আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফল থেকে দেখা যাচ্ছে – ৪ টির মধ্যে দুটি আসনে জয়ী হয়েছে (ত্রিপুরার বাধারঘাট ও উত্তরপ্রদেশের হামিরপুর), কংগ্রেস জিতেছে ১ টি আসনে (ছত্তিশগড়ের দান্তেওয়ারা) ও ১ টি আসন জিতেছে বাম সমর্থিত এনসিপি (কেরালার পালা)। একনজরে চার আসনের ফলাফল –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. ত্রিপুরার বাধারঘাট
জয়ী – মিমি মজুমদার, বিজেপি – ২০,৪৮৭
নিকটতম প্রতিদ্বন্দ্বী – বুল্টি বিশ্বাস, সিপিএম – ১৫,২১১

২. উত্তরপ্রদেশের হামিরপুর
জয়ী – যুবরাজ সিং, বিজেপি – ৭৪,৪০৯
নিকটতম প্রতিদ্বন্দ্বী – মনোজ কুমার প্রজাপতি, সপা – ৫৬,৫৪২

৩. ছত্তিশগড়ের দান্তেওয়ারা
জয়ী – দেবতী কর্মা, কংগ্রেস – ৫০,০২৮
নিকটতম প্রতিদ্বন্দ্বী – ওজস্বী ভীমা মাণ্ডবী, বিজেপি – ৩৮,৮৩৬

৪. কেরালার পালা
জয়ী – মনি কাপ্পান, এনসিপি – ৫৪,১৩৭
নিকটতম প্রতিদ্বন্দ্বী – অ্যাডভোকেট জস টম, নির্দল – ৫১,১৯৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!