এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় ধাক্কা খেলো বিজেপি, বিপ্লব আসতেই তৃণমূলে যোগ কর্মী সমর্থকদের

বড়সড় ধাক্কা খেলো বিজেপি, বিপ্লব আসতেই তৃণমূলে যোগ কর্মী সমর্থকদের


কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বালুরঘাটের বিপ্লব মিত্র। আর তার পরেই বালুরঘাটে গেলো গেলো রব উঠেছিল। বিজেপির দাবি ছিল এবার জলের তোরে ভাঙবে তৃণমূল। বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

কিন্তু ফল হলো উল্টো। বিজেপির দেখানো পথেই বিজেপিকে জোর ধাক্কা দিয়ে বালুরঘাটের তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বিজেপির ঘর ভাঙলেন। দল থেকে বেড়িয়ে যাওয়া নেতা কর্মীদের পুনরায় তৃণমুলে ফিরিয়ে আনলেন নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে যে, একসময়ে তৃণমূলের উপর অভিমান করে দল ছেড়ে চলে যাওয়া কর্মীরাই এদিন ফের ফিরেছেন তৃণমূলে। যাদের মধ্যে অবশ্য শুধু বিজেপির নয় বাম ও কংগ্রেসের কর্মীরাও আছেন।বুধবার গঙ্গারামপুরে বাম বিজেপি ও বিরোধী শিবির ছেড়ে প্রায় ৭০০ জন তৃণমুলে যোগ দিলেন। তৃণমূলে যোগদানকারীদের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন।

সূত্রের খবর এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। আর যোগদানকারীরা জয়হিন্দ শ্লোগান দিয়ে ফের তৃণমূলের পতাকা হাতে নেন। এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী, আইএনটিটিইউসি’র জেলা সভাপতি মজিরুদ্দিন মন্ডল, শুভাশিস পাল ও দেবাশিস মজুমদার সহ অনেকেই।

ঘোষ আছেন। দল সামলাবার জন্য। যারা ভুল বুঝে গেছেন তারা ফের ফিরবেন। এদিকে দু একজন যা গেছে তাদের ভয় দেখিয়ে তৃণমূলের যোগ দাওয়ানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!