এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > হাসপাতাল চত্বরে মদের আসর বসিয়ে পুলিশের জালে 4 বিজেপি-কর্মী

হাসপাতাল চত্বরে মদের আসর বসিয়ে পুলিশের জালে 4 বিজেপি-কর্মী


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবৈধ কাজকর্মে জড়িত বলে প্রায়ই অভিযোগ করে রাজ্যের বিরোধীদল বিজেপি। তবে নিজেদের নেতার কুকীর্তিতেই এবার গেরুয়া শিবিরের সেই অভিযোগ ফস্কা গেরোর মত আলগা হয়ে গেল। এবার মদ্যপান করে অশান্তি সৃষ্টির অভিযোগ উঠল বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। আর যে ঘটনায় রবিবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় শালবনিতে।

সূত্রের খবর, এদিন রাতে সালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এক পরিতক্ত কোয়াটার কাছে মদ্যপান করার অভিযোগ ওঠে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। এমনকি হাসপাতালে যাওয়া রোগীর আত্মীয় পরিজন এবং স্বাস্থ্য কর্মীদের সাথে দুর্ব্যবহারও করেন তারা বলে অভিযোগ। আর এলাকায় টহল গাড়ি চালানোর সময় এই গোটা ঘটনাটি নজরে আসে শালবনী থানার পুলিশের। তারপরই বিজেপি নেতা তপন ভূঁইয়া সহ 3 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির 290 ধারায় মামলা রুজু হয়েছে। তবে পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান এই 4 বিজেপি নেতা। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা নতুন নয়। বেশ কয়েক মাস আগে এই রকম একটি বিষয় নিয়ে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের তুমুল সংঘর্ষ বাধে। আর যার জেরে শিব পরিতক্ত কোয়ার্টারের দিকে যাতে কেউ যেতে না পারে তার জন্য আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

একাংশের অনুমান, সেই নিরাপত্তা ব্যবস্থায় গলতি থাকার কারণেই এই জায়গায় বিজেপি কর্মীরা মদের আসর বসায়। আর যানিয়েই তৈরি হয় গন্ডগোল। এদিকে এই ঘটনায় বিজেপি নেতা, কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠা এবং গ্রেফতার করায় রাজনৈতিক উদ্দেশ্যকেই খুঁজে পাচ্ছেন জেলার বিজেপি নেতারা। এদিন এ প্রসঙ্গে জেলা বিজেপির এক নেতা বলেন, “শালবনির মতো জায়গায় তৃণমূলের দিক থেকে বিজেপির দিকে মানুষের সমর্থন আসাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে।” তবে বিজেপির এহেন দাবি মানতে নারাজ শালবনির তৃণমূল নেতা সন্দীপ সিংহ।

এদিন এই ব্যাপারে বিজেপির বিরুদ্ধে কেউ দেখে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপিতে সৃষ্টাচার বলে কিছু নেই। হাসপাতাল চত্বরে এসব নোংরামি করে ওদের লজ্জা হওয়া উচিত। আইন আইনের পথেই চলবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের মতে, এবার পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় কিছুটা দাগ ফোটাতে সক্ষম হয়েছে বিজেপি। আর এরপরই যেভাবে দলীয় কর্মীরা রাতের অন্ধকারে মদ্যপান করে উত্তেজনা সৃষ্টি করছে তাতে সেই বিজেপির বিজয়রথ এই জেলায় কতদিন অটুট থাকবে তা নিয়ে সংশয়ে সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!