এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > মন্ডল সভাপতি নির্বাচনের নামে চলছে স্বজনপোষণ! ক্ষোভে ফেটে পড়ছে গেরুয়া শিবিরের অন্দরমহল

মন্ডল সভাপতি নির্বাচনের নামে চলছে স্বজনপোষণ! ক্ষোভে ফেটে পড়ছে গেরুয়া শিবিরের অন্দরমহল


বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। অনুব্রত মণ্ডলের দাপটে এখানে বিরোধীরা কার্যত নিশ্বাস ফেলতে পারেন না। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলায় বিজেপি দাগ কাটলেও বীরভূমে তারা একটি আসনও দখল করতে পারেনি। তবে কিছু বুথে বিজেপির জয় লক্ষ্য করা গেছে। যা নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলের মত দক্ষ সংগঠকের কাছে অত্যন্ত চিন্তার কারণ। আর আর এই পরিস্থিতিতে যখন জেলা তৃণমূল নেতৃত্ব সংগঠনকে ঘুরে দাঁড় করাতে চাইছেন, ঠিক তখনই বিজেপির দুর্বলতা প্রকাশ্যে চলে এল।

সূত্রের খবর, মন্ডল সভাপতি নির্বাচনে স্বজনপোষণের অভিযোগ তুলে গত শুক্রবার বীরভূমের সিউড়ির বিজেপির কার্যালয়ে প্রবল বিক্ষোভ দেখালেন বিজেপির একাংশ। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বস্তুত, বিগত এক মাস ধরে এই বীরভূম জেলায় বিজেপির বুথ এবং মন্ডল সভাপতিদের নির্বাচন প্রক্রিয়া চলছে। গত মঙ্গলবার সিউড়ির ডাঙ্গালপাড়ায় জেলা কার্যালয়ে মন্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়। আর তারপর থেকেই অনেক মন্ডল সভাপতিকে মানতে না পেরে বিজেপির একাংশ ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।

গত শুক্রবার সেই ক্ষোভ চরম মাত্রায় পৌঁছয়। জানা যায়, এদিন সিউড়ি জেলা স্কুলের মাঠে বীরভূমের অনেক বিজেপি নেতা কর্মীরা জমায়েত করে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যায়। আর সেখানে গিয়েই মন্ডল সভাপতি নির্বাচনে স্বজনপোষণ হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয় রাজ্য যুব মোর্চা সহ-সভাপতি ধ্রুব সাহাকে। তবে তিনি দলীয় কর্মীদের বিক্ষোভ সমাবেশ চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, জেলা কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতিবাদ জানাতে শুরু করেন বিজেপির একাংশ। এদিন এই প্রসঙ্গে বিক্ষোভকারী জয়ন্ত আচার্য বলেন, “যারা দুমাস আগে তৃণমূল থেকে দলে যোগ দিয়েছেন, তাদের বায়োডাটা না দেখে মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে। দলের সাংবিধানিক নিয়ম মানা হয়নি। বীরভূমে তৃণমূল, সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিকে বাঁচিয়ে রাখতে চাই।”

অন্যদিকে এই ব্যাপারে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভকারীদের মধ্যে প্রতাপ দাস বলেন, ” আমরা কোনো দল বিরোধী কাজ করার জন্য এখানে আসিনি। আমরা দলকে ভালোবাসি। মন্ডল সভাপতি নির্বাচনের শ্যামাপদ মন্ডল অনৈতিক পদ্ধতি অবলম্বন করেছেন। তার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শ্যামাপদবাবু নিজের পদ বাঁচানোর জন্য স্বেচ্ছাচারিতা করেছেন। ঘরে বসে মন্ডল সভাপতি ঠিক করা হয়েছে। আমরা চাই, রাজ্যের নির্দেশমতো নির্বাচন হোক।”

এদিকে এদিন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যখন মন্ডল সভাপতি নিয়ে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন সেখানে অনুপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতিকে। এদিন এই প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপির সভাপতি বলেন, “আমি বাইরে ছিলাম। ঘটনাটি শুনেছি। বুথ, মন্ডল সভাপতি নির্বাচনে কেউ কেউ হয়ত পুনরায় নির্বাচিত হয়নি। দলের সংবিধান মেনেই নির্বাচন হয়েছে। তাতে দুই-একজনের ক্ষোভ রয়েছে। দলে কেউ ব্রাত্য হবে না। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা আলোচনা করে ঠিক করে নেব। যাদের বেশি ক্ষোভ রয়েছে। তাদের বড় দায়িত্ব দেওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, যখন উপনির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে, তখন তাদের উচিত নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করা। কিন্তু তা না করে যেভাবে মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসছে, তা নিঃসন্দেহে গেরুয়া শিবিরকে ব্যাকফুটের দিকে নিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে বিজেপি যদি তাদের এই কোন্দল মেটাতে না পারে, তাহলে তা তাদের পক্ষে ভবিষ্যতে অত্যন্ত বিপদজনক হবে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!