এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শক্তঘাঁটিতে বিজেপির ভাঙন অব্যাহত! একুশের যুদ্ধে ঘুড়ে দাঁড়াতে ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল

শক্তঘাঁটিতে বিজেপির ভাঙন অব্যাহত! একুশের যুদ্ধে ঘুড়ে দাঁড়াতে ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে তৃণমূল


একুশের নির্বাচনের প্রস্তুতিতে একদিকে বিজেপি যেমন নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে অন্যদিকে রাজ্যের শাসক দল‌ও নেমে পড়েছে ময়দানে। সূত্রের খবর পাড়া বিধানসভার জোড়াডি পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই ঘুঁটি সাজিয়ে দুর্ভেদ্য দুর্গ করতে শুরু করেছিল রাজ্য বিজেপি শিবির। কিন্তু লকডাউন এরমধ্যেই এবার জোড়াডি পঞ্চায়েত এলাকার বিজেপি দুর্গে চির ধরাল তৃণমূল শিবির।

জানা গেছে গত রবিবার পাড়ার বিধায়ক উমাপদ বাউরির হাত ধরে বেশ কয়েকজন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেন। জোড়াডি এলাকার মণ্ডল কমিটির সদস্য অনাদি মাহাত, মণ্ডল সম্পাদক আশিস মাহাত, অঞ্চলের আহ্বায়ক সুবোধ চন্দ্র মাহাথা, যুব কোষাধ্যক্ষ বৈদ্যনাথ মাহাথা বিজেপি ছেড়ে এদিন পাড়ার তৃণমূল বিধায়কের মাধ্যমে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। জোড়াডি এলাকায় ঘাসফুল শিবির এই দলবদলের ফলে যথেষ্টই শক্তিশালী হল বলে এদিন জানিয়েছেন এলাকার তৃণমূল নেতাকর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন পাড়ার বিধায়ক উমাপদ বাউরি বিজেপির দিকে তোপ দেগে বলেছেন, “করোনা ও উম-পুন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ বিজেপি নেতা নেত্রীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁরা শুধুই দিদির কাজের বিরোধিতা করে গিয়েছেন। মানুষ সব কিছুই দেখছে। তাই প্রায় প্রতিদিনই আমাদের দলে যোগদান করছে।” যদিও এই দলবদলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে এলাকার বিজেপি কর্মীসমর্থকরা।

সূত্রের খবর এদিন রঘুনাথপুর-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি অসীম চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দেন, “লোকসভা নির্বাচনের আগে ওঁরা বিজেপি করতেন। কিন্তু, দীর্ঘদিন ওঁদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।” এলাকার গেরুয়া শিবিরের দাবি কোনো নেতাই বিজেপি থেকে তৃণমূলে দলবদল করেননি। এলাকার শাসক দল কোনো বিজেপি কর্মীদের হাতেই দলীয় পতাকা ধরাতে পারেনি বলে তাদের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মত অনুযায়ী বিগত লোকসভা নির্বাচনের পর থেকে বাম-কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে এসেছে গেরুয়া শিবির। তাঁদের একাংশের ধারণা একুশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল ও বিজেপি বাহিনীর। আর তাই, রোজই প্রায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে দলবদলের খবর। মোটের ওপর নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে দলবদলের পালা চলতেই থাকবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!