এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে পদ পেতেই খোদ কলকাতার বুকে একাই মমতার ঘুম উড়িয়ে দিলেন বিজেপি যুব নেতা শঙ্কুদেব পণ্ডা

বিজেপিতে পদ পেতেই খোদ কলকাতার বুকে একাই মমতার ঘুম উড়িয়ে দিলেন বিজেপি যুব নেতা শঙ্কুদেব পণ্ডা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন তিনি। আর শঙ্কুদেব পণ্ডা যখন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে ছিলেন, তখন গোটা রাজ্য জুড়ে দাপটের সঙ্গে ছাত্র রাজনীতি করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কালের নিয়মে তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়তে শুরু করে। প্রায় বেশ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এই হেভিওয়েট যুবনেতা।

তবে বিজেপিতে নাম লেখালেও এতদিন কোনো গুরুত্বপূর্ণ পদ পাননি শঙ্কুদেব পণ্ডা। কিন্তু সম্প্রতি গেরুয়া শিবির তাঁকে রাজ্য যুব মোর্চার সহ সভাপতি পদে অভিষিক্ত করেছে। আর তারপরেই এবার কলকাতায় রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দিলেন শঙ্কুদেব পণ্ডা বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, বুধবার কলকাতায় বিজেপির যুব মোর্চার সদস্যরা একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে। মুরলীধর লেনের বিজেপি পার্টি অফিস থেকে গান্ধী মূর্তি পাদদেশে পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা থাকলেও, তার আগেই পুলিশ তা আটকে দেয়। আর এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব মোর্চার সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুব মোর্চার অন্যতম নেতা শঙ্কুদেব পণ্ডা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিতে যাওয়ার পর, পদ পেতেই এবার নিজের আগুনে রাজনীতি তিনি দেখাতে শুরু করলেন বলে মনে করছে অভিজ্ঞ মহল। এতদিন, তিনি পর্দার আড়ালেই বেশি ‘খেলেছেন’, আর এবার প্রকাশ্যে তাঁর রণমূর্তি দেখাতে শুরু করলেন যেন। এদিনের এই কর্মসূচি থেকে রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যায় বিজেপির এই যুবনেতাকে।

এদিন এই প্রসঙ্গে শঙ্কুদেব পান্ডা বলেন, “পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রেখেছে। এমনটা দেখা যায় না। এই রাজ্যে গণতন্ত্র নেই। তাই দ্রুত এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বাংলায় কোনো আইনশৃঙ্খলা নেই। একের পর এক বিজেপি নেতা কর্মী রাজ্যে খুন হচ্ছেন।” বিশেষজ্ঞরা বলছেন, শঙ্কুদেব পন্ডা এই মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল বিরোধীতার সুরকে আরও চড়া করে তুলে ধরলেন।

কার্যত তিনি বুঝিয়ে দিলেন যে, দিনকে দিন বিজেপির প্রতিবাদ বাড়তে থাকবে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলায় পা দেওয়ার আগেই – যেভাবে যুব বাহিনীকে রাস্তায় নামিয়ে পুলিশ-প্রশাসনের ঘুম কাড়লেন একদা ছাত্র রাজনীতির অন্যতম স্তম্ভ, তাতে করে তৃণমূলের চাপ আরও বাড়ল বলে মনে করছেন অনেকেই। সব মিলিয়ে শঙ্কুদেব পণ্ডার এই প্রতিবাদ আগামীদিনে রাজ্য রাজনীতিতে বিজেপিকে কোন পর্যায়ে নিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!