বাংলায় চাকরি নেই, আছে ছাত্র ভর্তিতে দুর্নীতি – তৃণমূলের বিরুদ্ধে দেশজোড়া প্রচারে বিজেপি কলকাতা জাতীয় বিশেষ খবর রাজ্য August 4, 2018 বাংলায় বেকার সমস্যা ও ছাত্র ভর্তিতে দুর্নীতি – এই দুই ইস্যুতে দীর্ঘদিন ধরেই শাসকদল তৃনমূলকে চাপে ফেলেছে বিজেপি। সূত্রের খবর, সেই ইস্যুতে আগামী ১১ ই আগষ্ট কোলকাতার মেয়ো রোডে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দিয়ে একটি সভাও করাতে চলেছে রাজ্য বিজেপির যুব মোর্চা। আর এরই মাঝে রাজ্যের এই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে নিজেদের রনকৌশল ঠিক করছে বিজেপি। নয়াদিল্লীতে এ প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে বিজেপির যুব সংগঠন, ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী তথা বিজেপির সাংসদ পুনম মহাজন বলেন, “বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে তাঁদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তৃনমূল সরকার। তাই বাংলায় এই অরাজকতার বিরুদ্ধে আমরা দেশজুড়ে আন্দোলন চালাব”। এদিন সংগঠনের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদাল বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও তাঁর রাজ্যে বেশি মহিলাদের ওপর আক্রমন চলছে”। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে এদিন এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের কলেজগুলিতে ভর্তিতে তোলাবাজি, বেকার সমস্যা ইস্যুতে তীব্র কটাক্ষ করা হয় রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসকে। রাজ্যে আগামী ১১ ই আগষ্ট অমিত শাহর সভায় দুলক্ষ লোকের জমায়েত হবে বলেও জানান বিজেপির সর্বভারতীয় যুব মোর্চাল সভানেত্রী। আর এই সভার পরই দেশজুড়ে রাজ্যের বেকার ইস্যুতে তৃনমূলের বিরুদ্ধে পথে নামতে চলেছে বিজেপি যুব মোর্চা। রাজনৈতিক মহলের মতে, এবার লোকসভায় বাংলাকেই পাখির চোখ করেছেন বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীরা। ফলে রাজ্যের বিভিন্ন ইস্যু সামনে এনে সারাদেশ জুড়ে তৃনমূলের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বকে আন্দোলনে নামারও নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন অমিত শাহ। এবার দলীয় নেতার সেই কথার রেশ ধরেই তৃনমূলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ করতে দলীয় যুব মোর্চা সংগঠনকে পথে নামাতে চলেছে বিজেপি। আপনার মতামত জানান -