এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি থেকে তৃণমূলে ফিরেই ম্যাজিক শুরু হেভিওয়েট নেতার! ভেঙে ছারখার করছেন গেরুয়া শিবিরকে!

বিজেপি থেকে তৃণমূলে ফিরেই ম্যাজিক শুরু হেভিওয়েট নেতার! ভেঙে ছারখার করছেন গেরুয়া শিবিরকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় জেলা পরিষদের 10 জন সদস্যকে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বিজেপি ছেড়ে দক্ষিণ দিনাজপুর জেলার অবিসংবাদিত নেতা বিপ্লব মিত্র যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের। অনেকে বলতেন, সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএম হিসেবে শেষ কথা বললেও, দক্ষিণ দিনাজপুর জেলায় বিএম শেষকথা। অর্থাৎ এই বিএম বলতে সকলে বিপ্লব মিত্রকেই বোঝাতেন।

আর দক্ষিণ দিনাজপুর জেলায় তিনি যে সত্যিই শেষ কথা বলেন, তা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পরেই তার হাত ধরে বিজেপিতে চলে যাওয়া তিন জেলা পরিষদ সদস্যের আবার তৃণমূলে যোগদানেই কার্যত স্পষ্ট হয়ে গেল। সূত্রের খবর, এদিন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বালুরঘাটের কার্যালয়ে এই দলবদল প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান মফিজউদ্দিন মিঁয়া, চিন্তামণি বিহা এবং প্রতিভা মন্ডল। আর তাদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস এবং সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা বিপ্লব মিত্র।

বস্তুত, একসময় বিপ্লব মিত্র যখন বিজেপিতে যোগ দেন, তখন জেলা পরিষদের এই সমস্ত সদস্যরা সহ মোট 10 জন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। তারপর ধীরে ধীরে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু এই তিনজন সদস্য বিজেপিতে থেকে গিয়েছিলেন। তার মধ্যে মফিজউদ্দিন মিয়া বিজেপি ত্যাগ করে নির্দল হয়ে কাজ শুরু করেন। কিন্তু বিপ্লব মিত্র আবার তৃণমূল কংগ্রেসের ফিরে আসতেই তার হাত ধরে জেলা পরিষদের তিনজন সদস্য আবার তৃণমূল কংগ্রেসের ফিরে এলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অনেকে এটাও বলেছেন যে, দক্ষিণ দিনাজপুরে বিপ্লব মিত্র যে দাপুটে রাজনীতিবিদ, তা এই ঘটনাতেই প্রমাণিত হয়ে গেল। তিনি যে খেলা ঘুরিয়ে দিতে পারেন, তার দলে যোগদানের পর তার হাত ধরে একাধিক জেলা পরিষদের দলে ফিরে আসার ঘটনাতেই কার্যত স্পষ্ট বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

এদিন তিন জেলা পরিষদের সদস্যরা তৃণমূল কংগ্রেসে ফিরে আসায় তৃণমূল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদকে বিরোধীশূন্য করে দিল। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বলেন, “যেসব সদস্য বিজেপিতে গিয়েছিলেন, তারা প্রত্যেকেই আবার ফিরে এলেন। জেলা পরিষদ নিরঙ্কুশ ভাবে আমাদের দখলে এল। স্থায়ী সমিতি, কর্মাধ্যক্ষ নির্বাচন দ্রুত করা হবে।” এদিকে এই তিন জেলা পরিষদের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 300 নেতাকর্মী দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি করেন বিপ্লব মিত্র।

একাংশ বলছেন, বিপ্লব মিত্র তৃণমূলের সক্রিয় হতেই তার অনুগামীরা আবার সক্রিয় হতে শুরু করেছেন। যার ফলস্বরুপ জেলা পরিষদের তিন সদস্য সেই বিপ্লব মিত্রের হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেস যে দক্ষিণ দিনাজপুর জেলায় অনেকটাই শক্তিশালী হল, তা বলার অপেক্ষা রাখে না। তবে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যে গেরুয়া শিবিরকে কিছুটা হলেও চাপে রাখবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!