এখন পড়ছেন
হোম > রাজ্য > শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছে বিজেপি

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করছে বিজেপি

বুধবার কলকাতা শহরে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার জন্য মুখ্যমন্ত্রীকেই কার্যত দূষলেন বিজেপি নেতৃবর্গ। এদিন শহরে অনুষ্ঠিত হলো বিজেপির আইন অমান্য কর্মসূচি । এই অনুষ্ঠান কে ঘিরে সারাদিন শহরে চাপা উত্তেজনা ছড়িয়ে ছিলো। যার কারণ হিসাবে অবশ্যই মাস কয়েক আগের বিজেপি সমাবেশের ইতিহাসের কথা বলা যেতে পারে। সেই সমাবেশে ব্যাপক গোলযোগের ঘটনা ঘটেছিলো। আইন অমাণ্য কর্মসূচীতে ঐ দিন উপস্থিত ছিলেন , দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায়, জয় বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু-সহ আরও অনেকে । ত্রিপুরায় লেনিলের মূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদ করার জন্যে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বললেন, ”লেনিনের মূর্তি ওখানে ভাঙছে, মমতা এখানে কাঁদছে।” তাই তৃণমূল কংগ্রেসের নতুন নামকরণ করেছেন তিনি। বলেছেন, ”টিএমসি এখন টিএমসি (এম) হয়ে গিয়েছে। আর এই এম মানে মমতা নয়। এম মানে মার্কসবাদী।” তৃণমূল কে বললেন ”ঘাসফুলে মিলিয়ে যাবে পদ্মফুল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!