এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার বিজেপি ও বামফ্রন্টকে এক আসনে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এবার বিজেপি ও বামফ্রন্টকে এক আসনে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী


“কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি দিয়েছে ৫ টা মাওবাদী ছেলে। তার জন্য দোষারোপ করা হচ্ছে সরকারকে। কেন ?এদিন মেয়ো রোডে তৃণমূলের উদ্যোগে অনুষ্ঠিত নারী দিবস অনুষ্ঠানে এমনটা প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বিজেপি ও বামফ্রন্টকে সমকক্ষে বসিয়ে দিলেন।এদিন তিনি বলেন যে,”কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি দিয়েছে ৫ টা মাওবাদী ছেলে। তার জন্য দোষারোপ করা হচ্ছে সরকারকে।এটা কোন ধরনের রাজনীতি। যাঁরা শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙছেন তাঁদের নিন্দা করি। যাঁরা লেনিনের মূর্তি ভাঙছেন তাঁদের নিন্দা করি। বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। ত্রিপুরাতেও সেই রাজনীতি চলছে। দার্জিলিংয়েও বিভেদের রাজনীতি করা হচ্ছে।” পাশাপাশি জনগণকে বিজেপিকে একটি ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এদিকে বিজেপিকে আটকাতে তিনি বিজেপি বিরোধীদের নিয়ে যে তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে চলেছেন আর তাতে যোগ দিতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর সহ ডিএমকে নেতা স্ট্যালিনও তাও জানিয়ে দেন ।সূত্রের খবর, ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার প্রতিবাদে তিনি দিল্লি চলো ডাক দিয়ে লালকেল্লা দখলের ডাক দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!