এবার বিজেপিকে আরো মামলার জালে জড়িয়ে দিলেন অভিষেক ব্যানার্জী বিশেষ খবর রাজ্য December 8, 2017 মুকুল রায়ের উপর একের পর এক মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিকে আরো কোনঠাসা করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিষেক বাবু। আজ নগর দায়রা আদালতে এই মানহানির মামলাটি করেন তিনি। গত ৩০ নভেম্বর অভিষেকবাবুর নাম না করে বাবুলবাবু বলেন, “অবৈধ কয়লা পাচারের ১৭ থেকে ১৮ কোটি টাকা যাচ্ছে ছোটো ব্যানার্জির কাছে।এরপর আরো অভিযোগ করেন যে , “পুলিশ ও তৃণমূল নেতাদের যোগসাজশে শিল্পাঞ্চলে অবাধে চলছে কয়লা চুরি। এভাবে জ্বালানি চুরি হলে আসানসোলে শিল্পের কোনও উন্নতি হতে পারে না।” আর এই নিয়েই মানহানির মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো বাবুলবাবুর বা বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায় নি তবে কয়েকদিন আগেই এই সম্ভাবনার কথা বলেছিলেন বাবুল সুপ্রিয় তিনি বলেছিলেন “ওরা তো সবকিছুতেই মানহানির মামলা করে ফেলে। আগে করুক। আসানসোলে কয়লাচুরি হয় আমরা কি জানি না? সবাই জানে। সেই টাকা দুষ্কৃতীরা মানুষের বিরুদ্ধে ব্যবহার করে। BJP-র বিরুদ্ধে ব্যবহার করে। কার কাছে টাকা যায় সেটা আমি সবার সামনে তুলে ধরেছি। আমি তো চাই উনি আদালতে যান। আদালত আমার বিরুদ্ধে রায় দিক। বলুক, ওর সম্পত্তি বাজেয়াপ্ত করে নাও। আদালত বলুক, CBI তদন্ত করো। ইনকাম ট্যাক্স তদন্ত করো। অভিষেক ব্যানার্জির কাছে কত টাকা আছে সব প্রমাণ হয়ে যাবে। আমরা চাই উনি মানহানির মামলা করুন। ওনার ঘর, সম্পত্তি সব আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সবার সামনে বসে ক্ষমা চাইব।” প্রসঙ্গত বাবুলবাবুর বিরুদ্ধে আগেও মামলা করেছে তৃণমূল। তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র আগে বাবুলবাবুর বিরুদ্ধে মামলা করেছিলেন আর সেই আমলা এখনো বিচারাধীন। আপনার মতামত জানান -