এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লি দখলের ‘টাগ অফ ওয়ার’ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী

দিল্লি দখলের ‘টাগ অফ ওয়ার’ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী


বিপুল সংখ্যক আসনে জয়লাভের ফলে বিএজপির মনোবল এখন তুঙ্গে। আর এই মনোবলে বলীয়াণ হয়েই বাংলা বিজয়ের জন্যে আস্ফালন করছে বিজেপি। যদিও বিজেপির আস্ফালনের যোগ্য জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী এদিন বলেন, “ওদের টার্গেট বাংলা হলে তৃণমূলের টার্গেট লালকেল্লা”।আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে মেয়ো রোডে সমাবেশের আয়োজন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস৷ সমাবেশের প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নারী দিবসের মঞ্চ থেকে বিজেপিকে আবার ও নিশানা করে এদিন বললেন যে ত্রিপুরায় জিতলেও বাংলায় তাদের কোনও জায়গা নেই সেইসঙ্গে হুমকি দিলেন ত্রিপুরায় বিজেপির জয়ের কারণ হলো টাকা আর সেই সব কিছুর প্রমান আছে তাদের কাছে আস্তে আস্তে সব পর্দা ফাঁস করবে তৃণমূল ৷তাছাড়া সিপিএম ওখানে আত্মসমর্পণ করেছে৷সীমান্ত এলাকায় বিএসএফকে দিয়ে বিজেপি টাকা বিলোচ্ছে বিজেপি ।এদিন আবার ও একবার বলেন যে
“তোমাদের টার্গেট বাংলা আর আমাদের লালকেল্লা”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!