এখন পড়ছেন
হোম > রাজ্য > বিরোধী কোথায়? ‘একতরফাভাবে’ ভোট হবে পঞ্চায়েতে, দাবি পঞ্চায়েত মন্ত্রীর

বিরোধী কোথায়? ‘একতরফাভাবে’ ভোট হবে পঞ্চায়েতে, দাবি পঞ্চায়েত মন্ত্রীর


রাজ্যে বিজেপি তাদের শক্তি বাড়াচ্ছে। সামনেই পঞ্চায়েত ভোট আর তার সমস্ত দায়িত্ত্ব মুকুল রায়কে দিয়েছে বিজেপি । আর এই নিয়ে কানাঘুঁষো চলছে রাজনৈতিকমহলে যে মুকুল রায়কে পঞ্চায়েত ভোটার দ্যায়ত্ত্ব দেবার পর তৃণমূলে চিন্তা বেড়েছে। এদিন এই বক্তব্যকে সমূলে কান্দন করে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানালেন যে রাজ্যে বিরোধীদের দল গঠন ও পরিচালনায় কোনো সক্রিয় ভূমিকা না থাকায় আগামী পঞ্চায়েত নির্বাচন নিরাপদে হবে। এদিন বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট বিতর্কের জবাবি ভাষণে সুব্রতবাবু বললেন, ”একেকটা দল তো নির্বংশ হয়ে গিয়েছে। মারামারি কোথা থেকে হবে? গণতান্ত্রিকভাবেই নির্বাচন হবে। যারা হিন্দু-মুসলমানের মধ্যে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।” তৃণমূলের সাফল্যের কারণ হিসেবে পঞ্চায়েত মন্ত্রী জানান, “গত ছ’বছরে জেলায় জেলায় গ্রামে পাকা রাস্তা, একশো দিনের কাজে রেকর্ড সাফল্য এসেছে। ২০২০ সালের মধ্যে রাজ্যের সব গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। কেন্দ্র কমিয়ে দিলেও রাজ্য বার্ধক্য, বিধবা, পরিবার সহায়তা ভাতা বন্ধ করছে না। এক হাতে রাস্তা নিন, অন্য হাতে ভোট দিন। এক হাতে জল নিন, আরেক হাতে মমতার প্রার্থীকে ভোট দিন। যাঁরা উপকৃত হয়েছেন, তাঁরা আমাদের ভোট দিন। এমনি এমনি ভোট দিতে হবে না।” পরে পঞ্চায়েতমন্ত্রী জানান, যা কাজ হয়েছে তাতে এখন ভোট চাওয়ার অধিকার অর্জন করেছে তৃণমূল। বিরোধীরা কীসের ভিত্তিতে ভোট চাইবেন?”আর এই নিয়েই শুরু জল্পনা। তবে কি  পঞ্চায়েত ভোট একতরফাভাবে হবে এমন ইঙ্গিতই ছিলো মন্ত্রীর কথায় প্রশ্ন তুলেছে রাজনৈতিকমহল। ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!