এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে শক্তিশালী হওয়ার ইঙ্গিত, ঘুরে দাঁড়ানোর বার্তা সোনিয়ার! জেনে নিন!

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী হওয়ার ইঙ্গিত, ঘুরে দাঁড়ানোর বার্তা সোনিয়ার! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– যত দিন যাচ্ছে, ততই অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে কংগ্রেস। একের পর এক রাজ্যের নির্বাচনে তারা মুখ থুবড়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে এবার দলীয় বৈঠকে সকলকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন সোনিয়া গান্ধী। যেখানে দেশের গণতন্ত্রের পক্ষে কংগ্রেসের উত্থান অত্যন্ত জরুরি বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই সকল সদস্যকে নতুন করে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন সোনিয়া গান্ধী। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রতিরোধ ক্ষমতা প্রবল পরীক্ষার মুখে পড়বে। কেন্দ্রের শাসকদল টানা নিশানা করছে বিরোধীদের। কংগ্রেসের পুনরুত্থান শুধুমাত্র কংগ্রেসের নয়। দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত জরুরি।”

বিশেষজ্ঞরা বলছেন, সোনিয়া গান্ধী এই বার্তা দিয়ে দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা বললেন। এমনিতেই কংগ্রেস নেতৃত্ব বর্তমানে যথেষ্ট সংকটের মুখে রয়েছে। তাই এই পরিস্থিতিতে আগামী দিনের জন্য যে এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে হবে, সেই কথা বুঝিয়ে দিলেন সোনিয়া গান্ধী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!