এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “বিজেপির বন্ধে সবাই সামিল হন” পরোক্ষে বার্তা কংগ্রেস-সিপিএমকে! তুঙ্গে জল্পনা!

“বিজেপির বন্ধে সবাই সামিল হন” পরোক্ষে বার্তা কংগ্রেস-সিপিএমকে! তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের 108 টি পৌরসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে, এই অভিযোগ তুলে ধরে আজ 12 ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে বিরোধী দল হিসেবে বিজেপি এই বনধ ডাকলেও, তাকে সমর্থন করেছে কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার কি বিজেপি ডাকা বনধে অন্যান্য তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকে শামিল হওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ! ইতিমধ্যেই তার একটি মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই এই বনধ নিয়ে তাকে প্রশ্ন করা হয়। তাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও সন্ত্রাস নিয়ে আন্দোলন করা হচ্ছে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “পার্টির তরফ থেকে সবাইকে আহ্বান করা হয়েছে। এটা পার্টির বনধ নয়। যেভাবে মানুষকে গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, নিগ্রহ করা হয়েছে, প্রার্থীদের মারধর করা হয়েছে, তার প্রতিবাদে এই বনধ। বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে এই বনধের আহ্বান জানিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চাইলেন। পাশাপাশি অন্যান্য তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকেও নিজেদের এই আন্দোলনের পাশে পাওয়ার সুকৌশলী অনুরোধ জানালেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!