এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির প্রস্তাব খারিজ, তুমুল হট্টগোল বিধানসভায়! জেনে নিন!

বিজেপির প্রস্তাব খারিজ, তুমুল হট্টগোল বিধানসভায়! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন রাজ্য বিধানসভায় সরব হতে দেখা যায় বিরোধীদলের বিধায়কদের। আর এবার শিক্ষায় দুর্নীতি এবং অতিরিক্ত পদ সৃষ্টির প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করলো গেরুয়া শিবির। যেখানে বিরোধী দলনেতার পক্ষ থেকে এই গোটা ঘটনার প্রতিবাদে মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কারণে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধী বিধায়করা।

সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব আনা হয়। মূলত শিক্ষায় দুর্নীতি এবং অতিরিক্ত পদ সৃষ্টির বিরুদ্ধেই এই মুলতবি প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার কারণে রীতিমতো বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য বিধানসভায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!