এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে ঠেকাতে শিখের পাগড়ি খুলছে কলকাতা পুলিশ? হরভজন সিংয়ের ট্যুইটে শুরু তীব্র বিতর্ক!

বিজেপিকে ঠেকাতে শিখের পাগড়ি খুলছে কলকাতা পুলিশ? হরভজন সিংয়ের ট্যুইটে শুরু তীব্র বিতর্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার গেরুয়া শিবিরের নবান্ন অভিযান ঘিরে রণাঙ্গন হয়ে উঠেছিল কলকাতা মহানগর। নবান্ন অবধি পৌঁছানোর চেষ্টা করা মাত্রই বিজেপি কর্মীদের কাঁদানে গ্যাস, জলকামান এবং লাঠির আঘাতে প্রতিহত করে কলকাতা ও রাজ্য পুলিশ। অন্যদিকে অভিযোগ উঠেছে বিজেপির মিছিল থেকে মিলেছে অগ্নেয়াস্ত্র। আর এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। জানা গিয়েছে, মিছিলে থাকা এক বিজেপি কর্মী বলবিন্দর সিং নামক এক শিখ ব্যক্তির থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশ।

কিন্তু যেভাবে সেটি উদ্ধার হয়েছে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতখ্যাত ক্রিকেটার হরভজন সিং। বলবিন্দর সিং নামক ঐ শিখ ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে হাতাহাতিতে সেই ব্যক্তির পাগড়ী খুলে যায়। আর তাই নিয়েই ক্রিকেটার হরভজন সিংয়ের টুইট। অভিযোগ উঠেছে, পুলিশকর্মীরা জোরজবরদস্তি শিখ সম্প্রদায়ের ওই বিজেপি কর্মীর পাগড়ী খুলে দিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বলবিন্দর সিংকে পুলিশের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, বলবিন্দর সিংকে পাকড়াও করতে গিয়ে তাঁকে রীতিমত মারধর করছে পুলিশ। পাগড়ী খুলে যাওয়ায় ইতিমধ্যেই শিখ সম্প্রদায়ের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। খোদ হরভজন সিং নিজে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্য পুলিশের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, বলবিন্দর সিংয়ের পাগড়ী পুলিশকর্মীরা কখনোই খুলে দেয়নি। যেহেতু তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল, তাই গ্রেপ্তারের সময় ধস্তাধস্তি হয় এবং ওই পাগরী খুলে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে হরভজন সিংয়ের টুইটের জবাবে পাল্টা একটি টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, শিখ ধর্মাবলম্বী যিনি গ্রেপ্তার হয়েছেন, ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ী নিজে থেকেই খুলে যায়। পুলিশের পক্ষ থেকে কোনরকমভাবে কোন সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়নি। শুধু তাই নয়, পুলিশের দাবী- পুলিশ আধিকারিক ওই ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পাগড়ী ঠিক করে নেওয়ার কথা বলে। রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারির ঠিক পূর্ব মুহূর্তে বলবিন্দর সিং এর একটি ছবি প্রকাশ করা হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, তার পাগড়ী একেবারে সঠিক ভাবে রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে হরভজন সিং কিংবা শিখ সম্প্রদায়ের পাশাপাশি গেরুয়া শিবির থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজেপির দাবি, ইচ্ছাকৃতভাবে পুলিশ বিজেপির শান্তিপূর্ণ মিছিলে নজিরবিহীনভাবে অত্যাচার চালিয়েছে। ইচ্ছাকৃতভাবেই তাঁরা ধর্মকে আঘাত করার জন্য বলবিন্দর সিং এর পাগড়ী খুলে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগ্নেয়াস্ত্র গ্রেপ্তারের ঘটনা সামনে আসার সাথে এবার নতুন করে শুরু হয়েছে সাম্প্রদায়িক বিতর্ক। এবং এই বিতর্ক যে আরও মান্যতা পেয়েছে হরভজন সিং এর টুইটে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!