এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে এ কি বললেন রাজ্যের মন্ত্রী? বাড়ছে বিতর্ক

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনীকে নিয়ে এ কি বললেন রাজ্যের মন্ত্রী? বাড়ছে বিতর্ক


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপনির্বাচনের প্রচারে বেরিয়ে বিজেপিকে প্রবল আক্রমণ করতে গিয়ে দেশের সীমান্ত রক্ষী বাহিনীকে একেবারে চোর বলেই কটাক্ষ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। সেইসঙ্গে তিনি কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তাঁর এই বিতর্কিত বক্তব্য প্রবল আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

গতকাল দিনহাটায় উপনির্বাচনের প্রচারে এসেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল দিনহাটা থেকে তিনি জানান, বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক এখন নিজেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পায়ে গড়াগড়ি খাচ্ছেন, আর প্রধানমন্ত্রী গোটা দেশকেই বিক্রি করে দিয়েছেন। এখন তিনি বলছেন বিএসএফ সীমান্তে আরো বেশি এলাকাজুড়ে পাহারা দেবে। এরপর বিএসএফকে চোর বলে কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন, বিএসএফ তো চোর, এখন আরো বেশি এলাকা জুড়ে তারা চুরি করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই তিনি জানান, “আগে মায়েরা বলতেন যা বেটা শো যা নেহি তো গব্বর আয়েগা। আর এখন মায়েরা বলেন মোদী আ জায়েগা।” এটাই হলো দেশের বর্তমান পরিস্থিতি। একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটার মানুষ নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে ভুল করেছিলেন, এবার তারা আর এই ভুল করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উপরে আস্থা রেখে উদয়ন গুহকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

এভাবে ভোটের প্রচারে বেরিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে যে ধরনের কুরুচিকর বক্তব্য রেখেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী, তা বিস্মিত করেছে অনেককেই। সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে এই ধরনের বক্তব্য অনেকেই মেনে নিতে পারেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!