এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে আরও চেপে ধরতে এবার কি বিরোধী হিসাবে ‘ন্যায্য’ পাওনা ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল?

বিজেপিকে আরও চেপে ধরতে এবার কি বিরোধী হিসাবে ‘ন্যায্য’ পাওনা ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তৃতীয়বারের জন্য গঠিত হয়েছে তৃণমূল সরকার। বিরোধী দলের ভূমিকায় এসেছে বিজেপি। বিধানসভার একটি গুরুত্বপূর্ণ পদ হলো পাবলিক একাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যানের পদ। সাধারণত, বিরোধী দলের হাতে এই পদটি ছেড়ে দেয়া হয়। তবে, অনেক সময় এর ব্যতিক্রমও দেখা গেছে। বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে শাসক ও বিরোধী দলের সম্পর্ক অত্যন্ত খারাপ থাকার কারণে, বিরোধীদের এই পদ থেকে বঞ্চিত রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা কোনদিন ঘটেনি। তবে, এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা ঘটার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, বিধানসভায় তিনটি গুরুত্বপূর্ণ স্ট্যাটুটরি কমিটি হলো পাবলিক একাউন্টস, পাবলিক আন্ডারটেকিং ও এস্টিমেট কমিটি। শাসক ও বিরোধীদলের বিধায়কেরা এই কমিটির পদে নির্বাচিত হয়ে থাকেন। আবার, ৩৮ টি স্ট্যান্ডিং কমিটিও রয়েছে বিধানসভা। এই কমিটিগুলিতেও জন্য শাসক ও বিরোধী দলের বিধায়কদের মনোনীত করা হয়। এই সমস্ত কমিটির পদগুলির ক্ষেত্রে একছত্র ক্ষমতা থাকে বিধানসভা অধ্যক্ষের হাতে। তাঁর ইচ্ছাতেই সমস্ত কিছু চূড়ান্ত হয়। এই পরিস্থিতিতে রীতি অনুযায়ী পিএসির পদ বিজেপি পাবে কিনা? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই মনে করছেন, তৃণমূল ও বিজেপির অত্যন্ত খারাপ সম্পর্ক থাকার কারণে, তৃণমূল কখনোই সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হবে না। বিজেপিকে তার পাওনা থেকে বঞ্চিত করে প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। এই ক্ষমতা বিধানসভার অধ্যক্ষের হাতে থাকায়, তৃণমূল যদি বিজেপির বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে, তবে তা কখনোই বেআইনি না বিধি ভঙ্গের মত বিষয় হবে না। সাধারণত, পিএসির পদমর্যাদা অন্যান্য পদের তুলনায় অনেক বেশি। যা সাধারণত বিরোধীদের করায়ত্ব এতদিন থেকে এসেছে।

এদিকে বিরোধী দলনেতা রূপে আজ বিধানসভার উপস্থিত হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ তিনি দেখা করবেন বলে, জানা যাচ্ছে। বিরোধী দল নেতার কাছেই এই পদে মনোনয়নের ব্যাপারে নাম জানতে চাওয়া হবে। বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটিতে বিজেপি স্থান পাবে কিনা? তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, পাবলিক একাউন্টস কমিটি বিজেপির হাতে ছেড়ে নাও দিতে পারে তৃণমূল। তবে, সম্পূর্ণ বিষয়টি রয়েছে বিধানসভার অধ্যক্ষের হাতে। এ ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন? সেদিকে নজর থাকবে সকলের। তবে, বিজেপির হাত থেকে এই পদ ছিনিয়ে নিলে রাজ্য রাজনীতিতে তা হবে নজিরবিহীন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!