এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে বেকায়দায় ফেলতে বড়োসড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যুব তৃণমূল নেতা, তীব্র গুঞ্জন

বিজেপিকে বেকায়দায় ফেলতে বড়োসড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যুব তৃণমূল নেতা, তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের ভোটে বহিরাগত তত্ত্ব অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোট যত এগিয়ে আসছে, ততই প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে চলেছে। বর্তমানে রাজ্য জুড়ে প্রচার চলছে দুদলেরই। আজ যেমন জঙ্গলমহলে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের দুই নেতা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লালগড়ে সভা করেন।

অন্যদিকে বাঁকুড়ার শালতোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেন এবং পথসভা করেন। আজকের রাজনৈতিক কর্মসূচীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সেখানকার তৃণমূল প্রার্থী সন্তোষ মন্ডল।জানা গিয়েছে আজ তৃণমূলের রোড শোতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এই রোড শো এর পর ট্যাবলো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের দিকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। 

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ‘বহিরাগত’ ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি তিনি বিজেপির দিকে বড়োসড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপিন নাড্ডা, কৈলাশ বিজয়বর্গীয়, রাজনাথ সিং সহ যারা নিয়মিত বাংলায় আসছেন, তাঁরা যদি মাত্র 2 মিনিট বাংলায় কথা বলতে পারেন তাহলে তৃণমূল বিধানসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দিতা করবে না।প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বাংলা বলা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কৌতুকের উদ্রেক হয়েছে। 

পাশাপাশি তিনি এটাও বলেন তিনি কিন্তু ঘন্টাখানেক ধরে হিন্দি বলতে পারবেন। একইভাবে তিনি উন্নয়ন নিয়েও বিজেপিকে চ্যালেঞ্জ জানান। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উন্নয়ন করেছেন, তার সাথে নরেন্দ্র মোদি গত সাত বছরে দেশের জন্য কি কি করেছেন, তার তুলনা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি এক্ষেত্রে তৃণমূল হেরে যায় তাহলে অভিষেক রাজনীতি ছেড়ে দেবেন। তিনি মানুষের উদ্দেশ্যে বলেন, বিজেপির বহিরাগত নেতাদের রাজ্য থেকে বার করে দেওয়ার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর চ্যালেঞ্জের পাল্টা জানিয়েছেন, এ ধরনের কথা বা চ্যালেঞ্জের কোন মূল্য নেই তাঁদের কাছে। আজ বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পেট্রোল-ডিজেলের ক্রমাগত দাম বেড়ে যাওয়া নিয়ে তীব্রভাবে খোঁচা দেন। পাশাপাশি গত কয়েক দিন যাবত গেরুয়া শিবিরে যে অশান্তির বহিঃপ্রকাশ হয়েছে রাজ্যজুড়ে তা নিয়েও তীব্র কটাক্ষ করেন অভিষেক। একইসাথে বিজেপির সোনার বাংলা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে বিজেপির সভায় লোক না হওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে সমালোচনা।

সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপির সভাতে যা লোক হচ্ছে, তার থেকে চায়ের দোকানের বেশি ভিড় হয়।  অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন বলেন, রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় একটিমাত্র মুখ আর তা হল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে দেখেই ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। সময় যত গড়াচ্ছে, ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে রাজ্যজুড়ে। 

সেক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গেরুয়া শিবিরকে, তা নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সেদিকে নজর রেখে বলাই যায়, রাজনৈতিক নেতাদের উত্তপ্ত বার্তা ক্রমাগত রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!