এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কার নামে খুনের মামলা কে তুলেছেন লক্ষ লক্ষ টাকা? তৃণমূল থেকে বিজেপিতে যেতেই নেতাদের পর্দাফাঁস

কার নামে খুনের মামলা কে তুলেছেন লক্ষ লক্ষ টাকা? তৃণমূল থেকে বিজেপিতে যেতেই নেতাদের পর্দাফাঁস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শীতের মরসুমে রাজ্য উত্তপ্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরজায়। গতকাল বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা বর্ধমানে এসে জানালেন, পরিবর্তনের জন্য রাজ্যবাসী মনস্থির করে রেখেছেন। মা দুর্গার নামে শপথ নিয়ে পরিবর্তনের আহ্বান জানালেন তিনি। তার পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ব্যারাকপুরে তৃণমূলের সভা থেকে কঠোর ভাষায় আক্রমণ করলেন বিজেপিকে। সরাসরি নাম ধরে বিজেপি নেতাদের করলেন তীব্র কটাক্ষ।

গতকাল একাধিক তৃণমূলের প্রাক্তন হেভিওয়েটদের নাম করলেন সৌগত রায়, যারা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের দলে রেখে, নির্বাচনে টিকিট দিয়ে দল ভুল করেছিল বলে জানালেন তিনি। তিনি জানালেন যে, ৩৫ লক্ষ টাকা তুলেছিলেন শীলভদ্র দত্ত। তাঁকে কটাক্ষ করে জানালেন, তাঁর চোখের চামড়া নেই। তিনি জানালেন গত ২০১৬ সালে শীলভদ্র দত্তকে টিকিট দিয়ে ভুল করেছিল দল। দল ভুল করেছিল নোয়াপাড়ায় সুনীল সিংহকে টিকিট দিয়ে। তিনি জানালেন বিকাশ ঘোষের হত্যার সঙ্গে জড়িত আছেন সুনীল সিংহ। এরপর তিনি জানালেন যে, বিজেপি সাংসদ অর্জুন সিং এর নামে ৩০ টি খুনের মামলা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে জোকার বলে কটাক্ষ করলেন। তিনি জানালেন যে, তিনি শুনতে পেয়েছেন জে পি নাড্ডা এসেছেন রাজ্যে। জে পি নাড্ডা কৃষক পরিবার থেকে চাল সংগ্রহ করছেন বলে শুনেছেন তিনি। তাঁকে তিনি জিজ্ঞাসা করতে চান, তিনি কেন এসেছেন কাটোয়ায়? দিল্লি সীমান্তে কেন যাচ্ছেন না তিনি? এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি সম্পর্কে তাঁর বক্তব্য, ” নাড্ডা কে হরিদাস পাল, কে নাম জানে ওর। বলছে চালচোর, ত্রিপল চোর, প্রমাণ দেওয়ার ক্ষমতা রয়েছে? ভাইপো চোর বলবে, নাম বলবে না। অভিষেকের নাম করার সাহস নেই।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রেহাই দিলেন না তৃণমূল সাংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি পেটমোটা বলে সম্বোধন করলেন। কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তিনি জানালেন যে, সঠিক সময়ে কেন্দ্র লকডাউন জারি না করার কারণে, দেশে করোনার সংক্রমন বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর জন্য হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল।

বহিরাগত তত্ত্বেও শান দিলেন তিনি। বহিরাগত তত্ত্বের প্রসঙ্গ তুলে তিনি জানালেন যে, এই লড়াই বাংলার সঙ্গে বাংলার বাইরের মানুষের লড়াই। তিনি অভিযোগ করলেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে ভুল তথ্য প্রদান করেছিলেন। তিনি জানালেন উন্নয়নের অস্রে ঘায়েল করতে হবে বিজেপিকে। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ সাথী ইত্যাদিতেই বিজেপি ঘায়েল হবে বলে তাঁর দাবি। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক তৃণমূলের প্রবল প্রতিদ্বন্দ্বী বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!