এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে চেকমেট করতে তৃণমূলের অন্যতম শক্তি মুকুল রায়, জল্পনা তুঙ্গে

বিজেপিকে চেকমেট করতে তৃণমূলের অন্যতম শক্তি মুকুল রায়, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই বোঝা গিয়েছিল, বিজেপিতে কোথাও না কোথাও তাল কেটেছে কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের। এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে একপ্রকার নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে। এমনকি ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে উঠে এসেছিল মুকুল রায়ের ভূয়সী প্রশংসা। তখন থেকেই জল্পনা শুরু হয় মুকুল রায়কে ঘিরে। আর সমস্ত জল্পনাকে সত্যি করে মুকুল রায় বিজেপি থেকে চলে আসেন তৃণমূলে। সত্যি করে দিয়েছেন তিনি রাজনীতিতে কোনদিন কেউ চিরমিত্র বা চিরশত্রু হয়ে থাকতে পারে না। আর মুকুল রায়কে নিয়েই এখন চরম আতান্তরে পড়েছে গেরুয়া শিবির।

কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায় বিধায়ক পদে জিতে বিধানসভায় গিয়েছেন। আর এখানেই তৃণমূল দিয়েছে তাঁদের মাস্টারস্ট্রোক মুকুল রায়কে নিয়ে। মুকুল রায় বিধানসভায় বসছেন গেরুয়া শিবিরের সঙ্গে। অন্যদিকে মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদে মনোনয়ন জমা দিতে পেরেছেন বিনা বাধায়। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায় সম্ভাব্য পিএসির চেয়ারম্যান হতে চলেছেন। কার্যত বিরোধীদলের নেতাদের এই পদ ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে বিজেপি বিধায়ক হিসেবে মুকুল রায়কে সেই পদ দেওয়া হচ্ছে। সাথে মুকুল রায় বিজেপির অন্দরে কি খেলা খেলছেন, তা নিয়েও চিন্তিত সবাই। কারণ গতকালের একটি ঘটনা।

বিধানসভায় বিরোধী চেয়ারে মুকুল রায় বসেছিলেন, আর সেখানেই মুকুলকে এসে প্রণাম করে যান বিজেপির 2 বিধায়ক মনোজ টিজ্ঞা এবং জুয়েল মুর্মু। স্বাভাবিকভাবেই এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। এমনিতেই শোনা যাচ্ছে, মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরের বেশকিছু বিধায়ক এবং সাংসদ তৃণমূলে চলে যেতে পারেন। সেখানে গতকাল 2 বিধায়কের কর্মকান্ড সে দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও দুই বিধায়ক এটিকে সৌজন্যসাক্ষাৎ বলেই চালিয়েছেন। ইতিমধ্যে এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি আর কাউকে নয়, গতকাল সোজাসুজি মুকুল রায়কে তিনি আক্রমণ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকুল রায়ের নাম করে দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর এখন গেরুয়া শিবিরের বিরোধীদলের বেঞ্চে বসে রয়েছেন। এক্ষেত্রে পিএসি চেয়ারম্যান হওয়ার জন্যই মুকুলের এই পদক্ষেপ বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। অন্যদিকে গেরুয়া শিবিরে চাপানউতোর শুরু হয়েছে দলের কতজন সাংসদ এবং বিধায়ক মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন গোপনে তা নিয়ে। কার্যত গেরুয়া শিবিরে ইতিমধ্যেই ব্যাপক ভাঙন শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন দিকে। শোনা যাচ্ছে উত্তরবঙ্গের বিজেপি থেকে প্রায় কয়েক লাখ নাম জমা পড়েছে দল ছাড়ার জন্য। আর এবার রাজ্য বিজেপি সভাপতি কারোর নাম না করেই রাজনীতিতে নৈতিকতার প্রশ্ন তুললেন।

পাশাপাশি রাজ্য সরকারের দিকেও অভিযোগের আঙুল তোলেন এবং বলেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বিভিন্ন ইস্যুতে। খুব স্বাভাবিকভাবেই মুকুল রায় যে এখন গেরুয়া শিবিরের অন্যতম কাঁটা বিঁধে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। মুকুল রায় তৃণমূলের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে নিজের ক্ষমতার পরিচয় যে দেবেন সে ব্যাপারেও নিঃসন্দেহ থাকা যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে যে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার কথা বলেছেন, সেখানেও কিন্তু মুকুল রায় কার্যত স্টাম্প আউট করতে উদ্যত শুভেন্দুকে। সব মিলিয়ে গেরুয়া শিবিরকে কিন্তু শুরু থেকেই চাপে রাখছেন একা মুকুলই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!