এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে ধাক্কা দিতে উত্তরপ্রদেশকেই সবার আগে বেছে নিচ্ছেন মমতা ব্যানার্জ্জী, বাড়ছে জল্পনা

বিজেপিকে ধাক্কা দিতে উত্তরপ্রদেশকেই সবার আগে বেছে নিচ্ছেন মমতা ব্যানার্জ্জী, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ শুরু করে দিয়েছে তৃণমূল। আর সেই সূত্রেই দিল্লি থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দিলেন বড়োসড়ো বার্তা। জাতীয় রাজনীতিতে একটি কথা বরাবরের প্রচলিত, উত্তর প্রদেশ যে দল দখল করবে দিল্লিও সেই দখল করবে। কার্যত এই তত্ত্বকে সামনে রেখেই 2024 এর আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধাক্কা দেওয়ার তোড়জোড় শুরু করেছেন তৃণমূল নেত্রী।

এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকেই ডাক দিয়েছেন বিরোধী দলগুলোকে একজোট করার। সেই অনুযায়ী যদি সমস্ত সমীকরণ ঠিক থাকে, তাহলে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসি সহ মথুরা, বৃন্দাবনের মতন বিভিন্ন জায়গায় বিরোধীদলের শক্তি বাড়াতে প্রচারে যাবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। কার্যত যে রাজ্যে বিজেপি বিরোধী দল শক্তিশালী, তাঁকেই আরো শক্তি যোগানোর ফর্মুলায় বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য একটাই- যাতে বিজেপি বিরোধী জোট না ভাঙে। একই ফর্মুলা তিনি বাংলার  ক্ষেত্রেও ব্যবহার করেছিলেন।

প্রসঙ্গত, তৃণমূল নেত্রী দেশের অন্যান্য রাজ্যে নিজেদের প্রার্থী দিতে চাইছেন না বরং সেই সব জায়গাতেই বিজেপিকে ফেলার জন্য বিরোধী দলকে সমর্থন যোগাচ্ছেন। যেমন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টিকে সমর্থন করে বিজেপির বিরুদ্ধে জয় আনার চেষ্টায় তিনি। কার্যত শোনা যাচ্ছে, এদিন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বার্তা দিয়েছেন, বিজেপি কে হারাতে সবাইকে এক সঙ্গেই লড়তে হবে। এই মুহূর্তে সবার সামনে রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। মোদী সরকারকে প্রথম ধাক্কা সেখান থেকেই দিতে চান বাংলার মুখ্যমন্ত্রী এবং মোদি বিরোধিতা সূত্রে বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যেতে চান বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ বারাণসী সাংসদের নাম যে নরেন্দ্র মোদি তা সবার জানা। পাশাপাশি বারাণসীতে খুব ভালো সংখ্যক বাঙালি ভোটার রয়েছে। অন্যদিকে বিরোধী গোষ্ঠী তৈরি হলেও সেখানে প্রধান মুখ কে হবেন, তা নিয়ে এখনও পর্যন্ত জটিলতা রয়ে গেছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, তিনি নেতা হতে চাননা বরং একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে চান তিনি। তবে বিশেষজ্ঞদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোটের প্রধান মুখ না হয়ে উঠলেও কার্যত তিনি কিন্তু একুশের বাংলা বিধানসভা নির্বাচনের হাত ধরে মোদি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছেন অলিখিতভাবে।

তাই বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যান্য রাজ্যে গিয়েও প্রচার চালান সেক্ষেত্রেও বিজেপি চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে। তবে তৃণমূল নেত্রী সর্বতোভাবে বিরোধী দলগুলোকে সাহায্য করার জন্য তৈরি বলে নিশ্চিত করে জানিয়েছেন। অন্যদিকে বাংলায় নির্বাচনী প্রচারে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জয়া বচ্চনকে এরাজ্যে প্রচারে দেখা গিয়েছিল। তাই খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশে নির্বাচনে সমাজবাদী পার্টির প্রচারে যাওয়া খুব একটা আশ্চর্যের নয়। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি বিরোধিতার ক্ষেত্রে যে নজর টানবেনই তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!