এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে হুঁশিয়ারি দিতে গিয়ে আবারও বিতর্কে উদয়ন গুহ, বিজেপির পতাকা হাতে নিলে আক্রমণের হুমকি

বিজেপিকে হুঁশিয়ারি দিতে গিয়ে আবারও বিতর্কে উদয়ন গুহ, বিজেপির পতাকা হাতে নিলে আক্রমণের হুমকি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ত্রিপুরাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি চাপানউতোর ক্রমশই বাড়ছে। সম্প্রতি তৃণমূল যুব নেতাদের উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দলের নেতাকর্মীর আক্রান্ত হবার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে বিজেপিকে প্রবল হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, আর মাত্র ১৭.১৮ মাস আছে বিপ্লব দেবের বিদায় ঘন্টা বেজে গেছে। দেড় বছর পরিশ্রম করে তাঁরা উৎখাত করে ছাড়বেন বিজেপিকে। তৃণমূল খুব ভালোভাবেই জানে যে, বিজেপিকে কিভাবে সরাতে হবে? আর এবার বিজেপিকে হুমকি দিতে গিয়ে রীতীমতো বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে।

ইতিপূর্বে, বারবার বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন উদয়ন গুহ। সম্প্রতি তৃণমূলের এক কর্মীসভা থেকে কঠোর ভাষায় বিজেপিকে কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন, বিজেপির যেখানে ক্ষমতা আছে, সেখানে তৃণমূলের নেতাকর্মীদের তাঁরা আক্রমণ করবেন, আর এখানে তাঁদের পুজো করা হবে, এটা কখনোই হবে না। বিজেপিকে সাবধান হয়ে যাবার হুমকি দিলেন তিনি। বিজেপির উদ্দেশ্যে তিনি জানালেন, তাঁরা বাঁশ নিয়ে আক্রমণ করবেন, আর তৃণমূল কি তাঁদের রজনীগন্ধা দেবে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, বিজেপির পতাকা হাতে নিয়ে এলাকায় ঘোরাফেরা করে আক্রমণের শিকার হতে পারে। ইতিপূর্বেও বারবার বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে উদয়ন গুহকে। ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন যে, ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপির নেতা কর্মীদের ভালো করে দেখাশোনা করার দরকার হবে। তাঁর এই হুঁশিয়ারি যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছিল রাজনীতি মহলে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বারবার এলাকাকে অশান্ত করে দেবার চেষ্টা করছেন উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

ইতিপূর্বে, বারবার তৃণমূল ও বিজেপির সংঘর্ষ বাধতে দেখা গেছে কোচবিহারের দিনহাটাতে। সেখানে তৃণমূল-বিজেপির সংঘর্ষ যেমন দেখা গেছে, তেমনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও বারবার দেখা গেছে এই অঞ্চলে। নির্বাচনের আগে যেমন অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তেমনি নির্বাচনের পরও বারবার বেঁধেছে অশান্তি। অন্যদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ট্যুইট করে জানিয়েছেন যে, ত্রিপুরার উন্নয়নের গতিকে রোধ করতে একটা অংশ সক্রিয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ষড়যন্ত্র চলছে রাজ্যে। কিন্তু ত্রিপুরার নাগরিক সচেতন। ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোন ধরনের ষড়যন্ত্র সার্থক হতে দেবেন না তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!