এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য! তবুও প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা তুঙ্গে!

বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য! তবুও প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বর্তমানে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি নির্ণায়ক শক্তি হিসেবে দাঁড়িয়েছেন। রাজনীতির ক্ষেত্রে ব্যক্তি গুরুত্ব পায় না। কিন্তু তিনি এমন একজন ব্যক্তিত্ব, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই রাজনীতিতে সাফল্য এনে দেওয়া সেই ব্যক্তি অনেক সময়ই দল এবং সমষ্টি অপেক্ষা বেশি গুরুত্ব পেয়ে থাকেন। আর সেই গুরুত্বেই প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসছেন বিশিষ্ট রাজনৈতিক রণকৌশলী বলে পরিচিত প্রশান্ত কিশোর।

ঠিক কি করতে চলেছেন তিনি! এখন সেটাই বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার একটা দিকে সাদৃশ্য রয়েছে। অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মতো তিনিও চান, বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে। কিন্তু এই সরানোর কাজে কোনো ভূমিকায় থাকবেন প্রশান্ত কিশোর, এখন সেটাই রাজনৈতিক মহলে জল্পনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বলা বাহুল্য, অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যাধিক সখ্যতা রয়েছে এই প্রশান্ত কিশোরের। 2021 এর বিধানসভা নির্বাচনে ব্যাপক বিজেপির হাওয়া সত্ত্বেও 2019 সাল থেকে তৃণমূলের রাজনৈতিক রণকৌশলের দায়িত্ব নেওয়া প্রশান্ত কিশোর তৃতীয়বারের জন্য নবান্নের ক্ষমতায় বসিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে। আর তারপর থেকেই সেই প্রশান্ত কিশোরকে যাতে নিজের সঙ্গেই রাখা যায়, তার জন্য দফায় দফায় আলোচনা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এমনকি মাঝে জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছিল, প্রশান্ত কিশোরকে নিজেদের শূন্য হয়ে যাওয়া রাজ্যসভার আসনের টিকিট দিতে পারে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি তৃণমূল নেত্রী। আর তার মাঝেই এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠক এবং সম্প্রতি দেশের প্রথম সারির রাজনৈতিক দল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশিষ্ট এই রাজনৈতিক রণকৌশলীর বৈঠককে কেন্দ্র করে চর্চা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। অনেকে বলছেন, প্রশান্ত কিশোর বিজেপি বিরোধিতার লড়াইয়ে নিজেকে নির্নায়ক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছেন। এক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না গিয়ে প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছেন।

একাংশ আবার বলছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠকের পরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, কংগ্রেসকে ছাড়া বিরোধী মহাজোট গঠনের ক্ষেত্রে তৃণমূল সহ একাধিক বিজেপি এবং কংগ্রেস উভয় বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিজেদের মতো করে বৃহত্তর মহাজোট গঠনের কথা বলা হয়েছে। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে যে বিজেপির বিরোধীতা করা যাবে না, তা বুঝতে পেরেছেন প্রশান্ত কিশোর। আর সেই কারণেই তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে যাতে বিরোধী মহাজোট থেকে একটি নাম পেশ করা যায়, তার জন্য শরদ পাওয়ারের সঙ্গেও লাগাতার বৈঠক করতে দেখা গিয়েছে বিশিষ্ট রাজনৈতিক পরামর্শদাতাকে। আর প্রশান্ত কিশোরের একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের ফলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হয় সর্বভারতীয় কোনো দলে নাম লেখাতে পারেন প্রশান্ত কিশোর, আর তা না হলে প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সেতুবন্ধন করে আগামী 2024 এর লড়াইয়ে নিজেকে সামনের সারিতে রেখে বিজেপি বিরোধিতার নির্ণায়ক শক্তি হিসেবে তুলে ধরতে পারেন তিনি। সব মিলিয়ে কি করবেন প্রশান্ত কিশোর, কেমন হবে তাঁর রাজনৈতিক ভবিষ্যত পরিকল্পনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!