এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপিকে কটাক্ষের পর অভিষেককে পাল্টা জবাব দিলীপ ঘোষের

বিজেপিকে কটাক্ষের পর অভিষেককে পাল্টা জবাব দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব তৃনমূলের পক্ষ থেকে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিল করা হয়েছিল। মিছিল শেষে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি তীব্র কটাক্ষ করেছেন বিজেপিকে। আজ তাঁর বক্তব্যের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদেশ্য করে তিনি জানালেন যে, রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অভিজ্ঞতা কম। তাই তিনি যা বলেন, তার উল্টো হয়ে থাকে।

গতকাল, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, স্বামী বিবেকানন্দ, নেতাজিকে স্মরণ করার কোন অধিকার বিজেপির নেই। কারণ, এই সমস্ত মনীষীরা ধর্মান্ধতা, জাতপাতের বিরুদ্ধে ছিলেন। কিন্তু বিজেপি জাতপাতের রাজনীতি করে। বিজেপি সম্পূর্ণ উল্টো পথে চলে। তিনি জানিয়েছিলেন, তৃণমূলের মিছিলে বিজেপির মিছিলের তুলনায় ১০ গুণ বেশি জমায়েত হয়েছিল। তাই তৃণমূল-বিজেপিকে ১০-০ গোল দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে তিনি কটাক্ষ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে অভিজ্ঞতা কম বলে, তিনি যা বলেন, তার উল্টোটাই হয়ে থাকে। তাঁকে কটাক্ষ করে তিনি জানালেন যে, কোলে চড়ে কখনোই রাজনীতি করা যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি জানান, তৃণমূল এতদিন কেন আন্দোলনে নামেনি? তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের কৃষকেরা বিজেপির সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রীর (দিদিমণির) সঙ্গে আছেন দালালেরা। তিনি জানালেন, কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল যদি ১০ হাজার লোককে নিয়ে মিছিল করে, তবে বিজেপি ৫০ হাজার লোককে নিয়ে মিছিল করতে পারে।

অন্যদিকে, বহিরাগত ইস্যুতে দিলীপ ঘোষ জানিয়েছেন যে, গুজরাট থেকে এসে অমিত শাহ, নরেন্দ্র মোদি যদি ভোটে জেতান, তাহলে তাঁদেরকে বহিরাগত বলা হয়। কিন্তু বিহার থেকে এসে যদি কেউ ভোটে জেতান, তাহলে তিনি বহিরাগত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি জানিয়েছেন যে, তাঁর বাড়িতে তিনি পাঞ্জাবি বউ এনেছেন, তিনি বহিরাগত নন। তাঁর প্রশ্ন, সোনা আনেন বলেই কি তিনি বহিরাগত নন? কিন্তু বিজেপির কার্যকর্তা কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশকে বলা হচ্ছে বহিরাগত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!