এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে সুবিধা করে দিতেই ত্রিপুরায় গেছে তৃণমূল, বাম-নেতার বিস্ফোরক বক্তব্যে চমকিত রাজনীতিমহল

বিজেপিকে সুবিধা করে দিতেই ত্রিপুরায় গেছে তৃণমূল, বাম-নেতার বিস্ফোরক বক্তব্যে চমকিত রাজনীতিমহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ত্রিপুরা সফরে গিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে বিক্ষোভ, তাঁর গাড়িতে হামলার অভিযোগ পর্যন্ত উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে সঙ্গে প্রবল কটাক্ষ করেন তিনি সিপিএম দলকেও। এরপরেই এ প্রসঙ্গে বক্তব্য রাখেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বাম নেতা সুজন চক্রবর্তী জানান যে, বিজেপি বিরোধী ভোটে ভাগ বসিয়ে বিজেপিকে সুবিধা করে দিতেই ত্রিপুরাতে গেছে তৃণমূল। আবার গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে, গোটা রাস্তায় সিপিএমের একটা পতাকাও তিনি দেখতে পাননি। বিরোধী-শূন্য পরিষর থাকার কারণেই ত্রিপুরার মাটিতে জুলুমবাজি চালাচ্ছে বিজেপি। তিনি জানান, ত্রিপুরায় সিপিএমের সঙ্গে জোটের কোন প্রশ্নই থাকতে পারে না। তবে, সিপিএম যদি মনে করে যে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৃণমূলের হাত শক্ত করবে, তাহলে তাঁরা স্বাগত জানাবেন সিপিএমকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই বক্তব্যের জবাবে বামপন্থী নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন যে, পাঁচ বছর আগে সম্পূর্ণ তৃণমূল দলটাই বিজেপি হয়ে গিয়েছিল। এরপর দেখা যায়নি তৃণমূলকে। ত্রিপুরার মাটিতে যখন প্রতিদিন বামপন্থীরা আক্রমণের মুখে দাঁড়িয়ে একটু একটু করে এগোতে শুরু করেছেন, প্রতিরোধ গড়তে শুরু করেছেন, তখন আবার উদয় হয়েছে তৃণমূলের। তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন করতে দেখা যায় তাঁকে। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রসঙ্গে তিনি জানান যে, তৃণমূলের সাধারণ সম্পাদকের ওপর যে হামলা হয়েছে, তা অবশ্যই নিন্দাজনক। কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের পর যে হিংসা হচ্ছে, এটা কি তারই ছোবল নয়। হিংসা বন্ধের কথা অনেকদিন ধরে বলে আসছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!