এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ বিধানসভায়, চাপানউতোর তুঙ্গে

বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ বিধানসভায়, চাপানউতোর তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাজেট অধিবেশনের হাত ধরে বিধানসভার দরজা খুলছে নিত্যদিন। সরকার ও বিরোধী বিধায়কদের আনাগোনা বেড়েছে বিধানসভায়। কিন্তু বিধানসভার অন্দরেও শাসক-বিরোধী দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে বলে শোনা যাচ্ছে। কার্যত অভিযোগ, গেরুয়া শিবিরের মুলতুবি প্রস্তাব বারংবার খারিজ করা হচ্ছে স্পিকারের তরফ থেকে, আর তাই নিয়েই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গেরুয়া শিবিরে। ইতিমধ্যেই বিজেপি বিধায়করা দাবি করেছেন, নিরপেক্ষ বিচার করছেন না স্পিকার। তবে এই নিয়ে যে বিতর্ক বাড়ছে রাজনৈতিক মহলে, তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত আজকেও বিধানসভায় খারিজ করে দেওয়া হল বিজেপির মুলতুবি প্রস্তাব।

কিছুদিন আগেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল গেরুয়া শিবির, কিন্তু তখনও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির দাবি খারিজ করেন। কার্যত বিজেপির অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তীকালে বিজেপি সমর্থকদের ওপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে এবং তাঁদের অভিযোগের তির যে তৃণমূলের দিকে, তা আলাদা করে বলতে হয়না। একইভাবে রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরও। তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন এই ব্যাপারে। বর্তমানে রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভুয়ো ভ্যাকসিন কান্ডে ধরা পড়েছে দেবাঞ্জন দেব নামক এক প্রতারক। এবং এই প্রতারকের সঙ্গেই তৃণমূলের একের পর এক নেতার ছবি প্রকাশ্যে এসে বিতর্ক আরো বাড়িয়ে তুলেছে। যদিও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্যরা এ ধরনের অভিযোগ মানতে চায়নি। ভোট-পরবর্তী হিংসার মতই ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়েও তাঁদের মতামত অভিন্ন। আজকে বিধানসভায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনার দাবী জানান বিজেপি বিধায়করা। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে রাজি হননি আলোচনা চালাতে। যথারীতি বিজেপির মুলতবি প্রস্তাব গৃহীত হয়না। বারবার বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ হওয়ার জন্য ইতিমধ্যেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে গেরুয়া শিবির।

প্রতিবাদে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করেছেন তাঁরা। কার্যত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলদাস বলে কটূক্তি করেছেন প্রকাশ্যে। আর তাই নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল বিধায়করা স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে এসেছে। সবমিলিয়ে বিধানসভার অন্দরে যেভাবে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর বাড়ছে, তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একইসাথে যেভাবে বিজেপির আনা প্রতিটি বিতর্কিত বিষয় আলোচনার ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছে তৃণমূল, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!