এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির অন্দরে মতানৈক্যের গনগনে আঁচ? হেভিওয়েট নেতার ট্যুইট ঘিরে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

বিজেপির অন্দরে মতানৈক্যের গনগনে আঁচ? হেভিওয়েট নেতার ট্যুইট ঘিরে তীব্র জল্পনা গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নিরিখে যখন পশ্চিমবঙ্গের সমস্ত দলগুলির নিজেদের সংগঠন মেরামতের কাজে ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক সেই সময়েই রাজ্য বিজেপির অন্দরে অন্তর্দ্বন্দ্বের বিষয়টি বারবার প্রকাশ্যে চলে আসছে। সম্প্রতি বিজেপির যুব মোর্চার অন্দর থেকে এলো অন্তর্দ্বন্দ্বের খবর। সম্প্রতি বিজেপির যুব সংগঠন হাব মোর্চার রাজ্য কমিটি ঘোষিত হলেও, নতুন করে গঠিত এই কমিটিতে বেশকিছু বিজেপির যুব নেতার স্থান না মেলায় তৈরি হয়েছে বিতর্ক।

বিজেপি সূত্রে জানা গেছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতামত ও অনুমতি নিয়েই বিজেপির যুব মোর্চার নতুন এই কমিটিটি গঠন করা হয়েছিল। কিন্তু বিজেপির যুব কমিটি ঘোষণার ঠিক পূর্বের দিনেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নতুন কমিটির তালিকা প্রকাশ স্থগিত করে দিয়েছিলেন। কমিটির নেতাদের নাম প্রকাশ নিয়ে বিজেপির মধ্যে কোন বিতর্ক আছে কিনা সে ব্যাপারে তখন থেকেই কানাঘুসো ছড়িয়েছিল।

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি নিয়েই যুব মোর্চার নতুন কমিটিতে যুব নেতৃত্বদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই তালিকায় বেশ কিছু বিজেপি যুবনেতার থাকা না থাকা নিয়ে রাজ্য সভাপতির বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খানের বেশ কিছু মতান্তর রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত বছর পর্যন্ত বিজেপির যুব মোর্চার উপদেষ্টা পদে শঙ্কুদেব পণ্ডার অধিষ্ঠান থাকলেও নতুন রাজ্য কমিটিতে শঙ্কুদেব পন্ডার নাম পর্যন্ত নেই। তাঁকে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির অন্দরে স্থান দেওয়ার জন্য শীর্ষ নেতৃত্তের কাছে বেশ কিছু রাজ্য বিজেপি সদস্য আবেদন জানিয়েছেন। এই নেতাকে যুব মোর্চার গুরুত্বপূর্ণ স্থান দেওয়া আগামী নির্বাচনে এই নেতার সাংগঠনিক ক্ষমতাকে যথাপোযুক্ত ভাবে কাজে লাগানোর ব্যাপারে মত দিয়েছেন বেশকিছু বিজেপি কর্মী-সদস্য। সেইসঙ্গে রাজ্য যুব কমিটির তালিকায় বেশ কিছু নতুন নেতৃত্বের স্থান নিয়েও মতান্তর রয়েছে।

সম্প্রতি গতকাল বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি সেইসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়া টুইটারে একটি টুইট করেছিলেন। এই টুইটে তিনি লিখেছিলেন, ” আমি নির্দেশ দিচ্ছি যুব মোর্চার রাজ্য কমিটির কোনও মিটিং এখন হবে না।” প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে দিল্লিতে আছেন পশ্চিমবঙ্গ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির যুব মোর্চার সভাপতির এই টুইটের পর থেকেই রাজ্য বিজেপির যুব মোর্চার অন্দরের বিতর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

তবে তাঁর গতকালের এই টুইট সম্পর্কে যুব মোর্চার সভাপতি জানিয়েছেন, ” যুব মোর্চার রাজ্য কমিটিতে আরও কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন। দক্ষ নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে। তাই মিটিং আপাতত বন্ধ রাখতে বলেছি। ”

কিন্তু যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর এই বক্তব্যের পর থেকে দলের অন্দরের গুঞ্জন ও চাপানউতোর বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে জল্পনা ছড়িয়েছে, রাজ্য যুব কমিটিতে বেশকিছু পদে রদবদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!