এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির বাড়বাড়ন্ত রুখতে সিপিএমকে কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? চাঞ্চল্য দিলীপ ঘোষের বক্তব্যে

বিজেপির বাড়বাড়ন্ত রুখতে সিপিএমকে কি কাজে লাগাতে চাইছে তৃণমূল? চাঞ্চল্য দিলীপ ঘোষের বক্তব্যে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০১৯ এর লোকসভা নির্বাচনে, পরবর্তীকালে ২০২১ এর বিধানসভা নির্বাচনে একেবারে শূন্য হাতে ফিরতে হয় বাম শিবিরকে। তবে, সম্প্রতি কলকাতা পুরসভার নির্বাচনকে অনেকে বলতে চান বামেদের শাপমোচন। কারণ,দুটি আসন দখল করে বিজেপির সঙ্গে ভালো রকম টক্কর দিয়েছে বাম শিবির। এমনকি ভোট প্রাপ্তির নিরিখে বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে বামফ্রন্ট। এবার, এ প্রসঙ্গে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতার পুরভোটে বামেদের উত্থান প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। অর্থাৎ বাংলার মানুষ স্বীকৃতি দিয়েছে বিজেপিকে। পুরভোটে বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে। ব্যাপারটি আজগুবি। পুরোটাই সাজানো ব্যাপার। সিপিএমকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। স্যালাইন দিয়েছে বিরোধী করার চেষ্টা করা হচ্ছে সিপিএমকে। হাওড়া, সল্টলেকেও এভাবে ভোট করার প্ল্যান চলেছে। বিজেপি লড়ছে। লড়াই করার চেষ্টা করবে।

বিজেপিকে রুখতে সিপিএমকে যে কাজে লাগাতে চাইছে তৃণমূল? এমন অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে বামেদের একেবারে নিরাশ হয়ে ফেরায় দুঃখ প্রকাশ করতে দেখা গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। অনেককে বলতে শোনা যায়, বিজেপির তুলনায় বিরোধী দল হিসেবে বামফ্রন্ট ভালো। আবার পুরসভার ফল ঘোষণার দিন ফিরহাদ হাকিমকে নিজের মুখে বলতে শোনা যায় যে, বিরোধী হিসেবে বিজেপি নয় বামফ্রন্টকেই দেখতে চান তিনি? এরপর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার পুরভোটে অন্যান্য জেলাতেও কি কলকাতার মতো অবস্থা হবে বিজেপির? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানালেন, রাজ্যের অন্যান্য পুরসভাতে কলকাতার মতোই ভোট হবে? এটা মনে করার কোন প্রয়োজন নেই। কলকাতায় বিজেপির সংগঠন দুর্বল। অন্যান্য স্থানে এমন হবে না। শুধু উত্তরবঙ্গ নয় অনেক জায়গাতেই অন্যরকম হবে। কলকাতা নিয়ে দলের বিশেষ কিছু আশা ছিল না। লোকসভা, বিধানসভাতে কলকাতায় কোথাও বিজেপি জিততে পারেনি।

তাই বলে জেলায় জেলায় এরকম হবে? এমনটা মনে করার কোন কারণ নেই সেখানে বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী আছে। আবার, পুর ভোটে আদালতে বড়সড় ধাক্কা খেতে হল বিজেপিকে? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ, জানালেন আদালতে কি হবে? তা বোঝা যায়না। ত্রিপুরাতে আধাসেনা দেয়া হয়েছিল, পশ্চিমবঙ্গে দেয়া হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!