এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির বেসুরো নেতাদের ভবিষ্যত কি? তৃণমূলে ফিরতে না পারলে কোনদিকে মোড় নেবে রাজনৈতিক ভবিষ্যত?

বিজেপির বেসুরো নেতাদের ভবিষ্যত কি? তৃণমূলে ফিরতে না পারলে কোনদিকে মোড় নেবে রাজনৈতিক ভবিষ্যত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূলে বেসুরো নেতা-নেত্রীদের সংখ্যা বেড়ে গিয়েছিল, ঠিক সেভাবেই ভোটের ফলাফল বেরোনোর পর এখন বিজেপিতে বেসুরো নেতা-নেত্রীদের সংখ্যা বেড়েই চলেছে। বিধানসভা নির্বাচনের আগে বহু নেতা-নেত্রী তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। কিন্তু কালে কালে তাঁরা বিজেপিতে হয়ে উঠেছেন বেসুরো। শুধু তাই নয়, বিজেপিতে থেকেই তাঁরা এমন কিছু মন্তব্য করছেন যা গেরুয়া শিবিরের পক্ষে চূড়ান্ত অস্বস্তিজনক হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে নাম করা যায় রাজীব বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী দত্তের। অন্যদিকে বেসুরো নেতা মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলে ফিরেছেন। কিন্তু বাকিদের কি হবে?

অনেকেই যারা তৃণমূলে আর্জি জানিয়ে রেখেছেন ফেরার জন্য, তাঁদের জন্য কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি বেসুরো নেতাদের বিজেপিতেই নিষ্ক্রিয় অবস্থায় কাটাতে হবে আগামী দিন? প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যেসব নেতারা একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা কিন্তু যথেষ্ট ডাকাবুকো নেতা, পাশাপাশি রাজনীতিতে যথেষ্ট পারদর্শী। অনুমান করা হচ্ছে, দলবদলু নেতাদের দলে যদি ফিরিয়ে নেওয়া হয় তাহলে তাঁদের শুধুমাত্র কাজে লাগানো হবে বিজেপির ক্ষয় করার জন্য। কারণ তাঁদের ব্যক্তি মর্যাদা যে আর তৃণমূলের কোন কাজের নেই সে কথা একুশের বিধানসভা নির্বাচনে প্রমাণিত।

অন্যদিকে তৃণমূলের নিচুতলার কর্মীরা দলবদলু নেতাদের জন্য কিন্তু বারংবার আপত্তি জানাচ্ছেন। সেক্ষেত্রে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে নরমপন্থী ও চরমপন্থী মনোভাব নেওয়া হচ্ছে বলে খবর। আর সেরকম ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে দলবদলু নেতাদের ফিরিয়ে নেবার কোন পরিকল্পনা নেই তৃণমূল শিবিরের। তবে আগামী দিনে যাই ঘটুক না কেন তা আলোচনাসাপেক্ষে ঘটবে। অন্যদিকে বিজেপি এবার দলবদলু নেতাদের জন্য কড়া মনোভাব নিচ্ছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বার্তা দিয়েছেন দলে মানিয়ে নিতে না পারলে সেটা দলের সমস্যা নয়, সেটা ব্যক্তির সমস্যা। অন্যদিকে রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, যারা বিজেপিতে থাকতে পারছেন না তাঁরা যেন অবিলম্বে বিজেপি ছেড়ে চলে যান। বিশেষজ্ঞদের মতে, মুকুল শুভ্রাংশু দল ছেড়ে চলে গেলেও বাকিরা তৃণমূলের বার্তা পেয়ে গেছেন। তাই বিজেপিতে হয়তো আপাতত নিষ্ক্রিয় থাকতে পারেন বেসুরোরা।

তবে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু রীতিমতো হিসাব নিকাশ করা হচ্ছে। দলবদলু নেতাদের মধ্যে কাদের ফেরালে দল শক্তিশালী হবে এবং আগামী দিনে বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠবে, সেদিকে নজর রেখেই আগামী ঘোষণা হবে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই এককথায় মেনে নিচ্ছেন, যারা তৃণমূল থেকে রাতারাতি বিজেপিতে চলে গিয়েছিলেন, এবং এখন বেসুরো হয়েছেন, তাদের কাছে এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ নিজেদের রাজনৈতিক জীবন রক্ষা করা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!