এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির বিধায়ক সংখ্যা কি আরো কমবে? চিন্তার ভাঁজ চওড়া গেরুয়া শিবিরে

বিজেপির বিধায়ক সংখ্যা কি আরো কমবে? চিন্তার ভাঁজ চওড়া গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে জয়লাভ করতে কেন্দ্রীয় নেতাদের বলতে শোনা গিয়েছিল, আব কী বার, দো শো পার। সেসময় বিজেপি রাজ্য দখলের যে স্বপ্ন দেখেছিল, তা কিন্তু ধুলিস্যাৎ হয়ে যায় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর। 200 আসন তো দূরের কথা, মাত্র 77 আসনেই থেমে যেতে হয় গেরুয়া শিবিরকে। তার মধ্যে আবার দুটি আসন অর্থাৎ দিনহাটা এবং শান্তিপুরে বিজেপির হয়ে লড়াইয়ে নেমেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক এবং জগন্নাথ সরকার।

বিধানসভার নির্বাচনে এই দুই নেতা কিন্তু জয় পান। তারপরেও তাঁরা বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদ ধরে রাখেন। ফলে বিজেপি বিধায়কের সংখ্যা এসে দাঁড়ায় পঁচাত্তরে। পরবর্তীতে এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয় এবং দেখা গেল এই দুটি কেন্দ্র বিজেপির হাতছাড়া হয়ে গেল। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সর্বপ্রথম গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে চলে গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। তারপর তাঁকে অনুসরণ করে ক্রমে ক্রমে তৃণমূলে যোগদান করেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া কালিয়াগঞ্জ এর বিজেপি বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এর ফলে এই মুহূর্তে বিজেপির বিধায়ক সংখ্যা এসে দাঁড়িয়েছে 70। এদিকে বিধায়ক সংখ্যা কমে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালে চিন্তার ভাঁজ কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে। তার কারণ রাজ্য থেকে দু’জন সাংসদ পাঠাতে গেলে 69 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সে জায়গায় এই মুহূর্তে বিজেপি একেবারে কান ঘেঁষা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যেই আবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের জন্য দিয়েছেন দুঃসংবাদ।

তিনি জানিয়ে দিয়েছেন , বিজেপির অন্তত 25 জন বিধায়ক তৃণমূলে আসবে বলে তৈরি। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা গেরুয়া শিবিরে বড় অস্বস্তি তৈরি করেছে। অন্যদিকে একের পর এক নির্বাচনে হার গেরুয়া শিবিরের অন্দরে যে ভাঙন ধরাবে, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা। অতএব এখন দেখার 70 জন বিধায়ক বিজেপি ধরে রাখতে পারে কিনা! বিধায়ক ধরে রাখার জন্যই বা গেরুয়া শিবির কি পদক্ষেপ গ্রহণ করবে সেদিকেও নজর থাকছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!