এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে প্রবল কটাক্ষ ও অভিযোগ তৃণমূল সাংসদের

বিজেপির বিরুদ্ধে প্রবল কটাক্ষ ও অভিযোগ তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক ও বিরোধী তরজা জমে উঠেছে। এক দলের নেতা-নেত্রীরা অপর দলকে তীব্র কটাক্ষ ও নানা অভিযোগে বিদ্ধ করে দিচ্ছেন বারেবারে। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ নুসরত জাহান তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে। বিজেপিকে করোনার চেয়েও বেশী বিপদজনক বলে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি জানালেন, বিজেপি ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে দাঙ্গা বাঁধায়, তাদের হাত রক্তে লাল হয়ে উঠেছে।

গতকাল দেগঙ্গায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগদান করেছিলেন তারকা তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই রক্তদান কর্মসূচি থেকেই তিনি তীব্র কটাক্ষ করলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে। তিনি জানালেন যে, বিজেপি করোনার চেয়েও অধিক বিপদজনক। বিজেপি কখনোই দাম দিতে জানে না মনুষ্যত্বের। তৃণমূল নেতাদের পরিশ্রমকে দেখতে পায় না বিজেপি। তিনি অভিযোগ করলেন, বিজেপির অনেক টাকা আছে। টাকা ছড়িয়ে দিয়ে, ধর্মকে ভিত্তি করে মানুষের মধ্যে দাঙ্গা বাধিয়ে দেয় বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সাংসদ নুসরত জাহান অভিযোগ করেছেন যে, বিজেপির হাত মানুষের রক্তে লাল হয়ে উঠেছে। তিনি দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দু-মুসলমান একসঙ্গে বাস করে থাকেন, আগামী দিনেও যদি পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান সকলে শান্তিপূর্ণভাবে বাস করতে চান, তবে মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় রাখা প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি যেখানে সরকার গঠন করে, সেখানে মানুষ বাঁচতে পারে না।

গতকাল রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদানের প্রাসঙ্গিকতা সম্পর্কে বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি জানলেন, মানুষই মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। কেউ রক্ত দিলে, সে রক্তে অনেক মানুষ প্রাণ বাঁচাতে পারবে। এর সঙ্গেই মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীকে ভূয়শী প্রশংসা করলেন নুসরত জাহান। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছেন। রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন রাজ্যের অসংখ্য মানুষ। তিনি জানালেন, বাংলার জন্য লড়াই করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মুখ রক্ষার জন্য জনগণের কাছে আবেদন জানালেন তৃণমূল সাংসদ নুসরত জাহান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!