এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে অনাস্থা করতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যাপক গোষ্ঠীকোন্দলে জড়ালো তৃণমূল

বিজেপির বিরুদ্ধে অনাস্থা করতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যাপক গোষ্ঠীকোন্দলে জড়ালো তৃণমূল

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপির বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে এসে নিজেদের মধ্যেই গোষ্ঠী কোন্দলে জড়ালো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে অনাস্থা ভোট করতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হলো তীব্র বচসা। একে অপরের বিরুদ্ধে শুরু হলো বিষেদাগার। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আসতে হলো পুলিশকে।

কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার বাগদার ইন্দ্রানী পঞ্চায়েত সমিতিতে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছিল রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল সেখানে এই অনাস্থা ভোটের আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিল তৃণমূল। অনাস্থা ভোটের সময় ইন্দ্রানী পঞ্চায়েত সমিতির সামনের ১০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু দুপুর ১ টার পর থেকেই চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হতে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হঠাৎ তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক এই এলাকায় উপস্থিত হন। একের পর এক তৃণমূলের স্লোগান শুরু হয় ও শুরু হয় সবুজ আবির মাখা। এর থেকেই শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এসময় এলাকায় উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী পরিতোষ সাহা ও বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি গোপা রায়। উভয়ের অনুগামীরাই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই বিশৃঙ্খল অবস্থার জন্য একে অপরকে দায়ী করে, উভয়ের প্রতি অভিযোগ করেছেন।

এ ঘটনায় তৃণমূল নেত্রী গোপা রায়কে অভিযুক্ত করেছেন তৃণমূল নেতা পরিতোষ সাহা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ আইন ভেঙেছেন গোপা রায়। তাঁর এই পদক্ষেপকে দল কোনোভাবেই সমর্থন করে না। তিনি আরও অভিযোগ করেছেন যে, বিধানসভা নির্বাচনের সময় দলের কোন কাজ করতে দেখা যায়নি তৃণমূল নেত্রী গোপা রায়কে। তবে, তাঁর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেত্রী গোপা রায়।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েতের সামনে মানুষ এসেছিলেন। পরিতোষ সাহার মানসিক সমস্যা হয়েছে। গতকাল, এই বিশৃঙ্খল অবস্থা যখন চরমে ওঠে, তখন মাঠে নামতে হয় পুলিশকে। গতকাল বাগদার এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এলাকায় এসে পৌঁছায়। পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এভাবে গতকাল বিজেপির বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে গিয়ে নিজেদের তীব্র গোষ্ঠী কোন্দলকেই প্রকাশ্যে এনে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!