এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির বিরুদ্ধে ফের খড়গহস্ত বাবুল, একের পর এক অভিযোগে অপ্রস্তুত গেরুয়া শিবির

বিজেপির বিরুদ্ধে ফের খড়গহস্ত বাবুল, একের পর এক অভিযোগে অপ্রস্তুত গেরুয়া শিবির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পরেই রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা করেছিলেন বাবুল সুপ্রিয়। তবে অল্প সময় পরেই দেখা যায় যে, রাজনীতি থেকে মোটেই তিনি অবসর নিচ্ছেন না, শুধু তিনি শিবির বদল করলেন। গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখালেন। আর এরপরেই বিজেপির বিরুদ্ধে একেরপর এক বিস্ফোরক বক্তব্য রাখছেন তিনি। এবার আবার সোশ্যাল মিডিয়াতে বিজেপির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন বাবুল সুপ্রিয়।

এবার একটি বড়োসড়ো ফেসবুক পোস্ট করেছেন বাবুল সুপ্রিয়। যে পোস্টে তিনি জানিয়েছেন যে, অন্যায় ভাবে যদি ১০০ টাকা জরিমানা করা হয়, তবে সে জরিমানা না দিয়ে আদালতে লড়াই করতে। দরকার হলে ১০০ টাকা খরচ করেও লড়াই করতে। অন্যায় ভাবে জরিমানা করা হলে, তা কখনোই মেনে না নিতে। তিনি তা কখনই মেনে নেননি। তাই আড়াই বছর বাকি থাকার পরেও বিজেপির হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে দিতে তিনি কোন দ্বিধাবোধ করেনি। এভাবেই একসময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে মুম্বাই চলে যেতে ভয় পাননি তিনি।

বাবুল সুপ্রিয় জানালেন, বিজেপি থেকে যিনি তাঁকে নৈতিকতার জ্ঞান দিচ্ছেন, তাঁকে তিনি বলতে চান যে, বাড়ি থেকেই নৈতিকতার পাঠ শুরু করতে। শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে তিনি যা করতে পেরেছেন, তা আগে করে দেখাতে, তারপর যা বলার তা তাঁকে বলতে। বিজেপিকে কটাক্ষ করে তিনি জানালেন, কাঁকড়াতে ভরা একটি দল যারা নিজেদের প্রকৃত কর্মীদের সাথে নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করে থাকে, আর বহিরাগতদের চ্যাপলিন ছড়ায়, সেই দলের জন্য ২০১৪ সাল থেকে তিনি যেটুকু খেটেছেন, তাতে তিনি যেমন গর্বিত, আবার অন্যায়ের প্রতিবাদ করে আড়াই বছর সময় থাকতেই সাংসদ পদ ছেড়ে দিতে পেরে তিনি সমান গর্বিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর মানুষের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, বিজেপির ধান্দাবাজের কথায় কান না দিতে, রাজনীতিতে না ঢুকতে। মানুষের কাছে তিনি ছিলেন, আছেন ও থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত স্নেহের সাথে সব ভুলে শুধুমাত্র বাংলার মানুষের কাজ করতে উদ্বুদ্ধ করে আবার তাকে মানুষের কাছে ফিরিয়ে এনেছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি অনেক কিছু করে দেখাবেন। মানুষ সবসময় তার জন্য স্পেশাল ছিলেন, এখনো থাকবেন। মানুষের জন্য সবসময় কিছু না কিছু অতিরিক্ত তিনি করবেন।

এভাবেই ফেসবুক পোস্টে বিজেপিকে প্রবল কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। এক্ষেত্রে অনেকে যেমন তাকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে তার প্রতি একের পর এক ব্যঙ্গ ও কটাক্ষও করেছেন। যার মধ্যে একজনকে লিখতে দেখা গেছে যে, কোন একটা সময়ে কেউ এমন একটা কথা বলেছিলেন, আর যাই করেন তবে তৃণমূল নয়, তিনি জানেন না, সে কথা এখন তাঁর মনে আছে কিনা।

আবার কাউকে এমনও লিখতে দেখা গেছে যে, যদি বাবুল সুপ্রিয়র শিরদাঁড়া এতটাই সোজা থাকে, তবে সবার আগে বাংলাদেশে যে হিন্দুরা মৌলবাদী শক্তির দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সামান্যতম আগ্রহ দেখান। তবে, বাবুল সুপ্রিয়র এই পোস্টকে ঘিরে বিজেপির পক্ষ থেকে এখনও সোশ্যাল মিডিয়াতে কোন বার্তা দেয়া হয়নি বা কোনো রকম বক্তব্যও রাখা হয়নি। তাঁর এই আক্রমনের প্রতিআক্রমণ রূপে বিজেপির পক্ষ থেকে কী বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!