এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির বিশেষ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন, অনুষ্ঠান পালন নিয়ে বাড়ছে সংশয়

বিজেপির বিশেষ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন, অনুষ্ঠান পালন নিয়ে বাড়ছে সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল রবিবার টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সম্মান জানাতে ও তাঁদের উৎসাহিত করতে রেড রোডে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল বিজেপি। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এর আয়োজন করা হয়। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত এই দৌড়ের আয়োজন হয়। যেখানে উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের। কিন্তু জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে বিজেপির এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তাই, এই অনুষ্ঠানের আয়োজন করা কতদূর সম্ভব হবে? তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই কর্মসূচিতে নেতৃত্ব দেবার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। যুব মোর্চার কর্মীদের এখানে অংশগ্রহণ করবার নির্দেশ দেয়া হয়েছে। যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাস ও গোবিন্দ রায়কে এর মূল দায়িত্বে রাখা হয়েছে। তবে, দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁও বিশেষ দায়িত্বে থাকবেন। আবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টও অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। আবার, আজই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। কিন্তু জানা যাচ্ছে, পুলিশ এই কর্মসূচির অনুমোদন দেয়নি। কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (সদর) এর পক্ষ থেকে বিজেপিকে চিঠি দেয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, করোনা নিয়ন্ত্রণ বিধি বলবৎ থাকার কারণে সমস্ত ধরনের জমায়েত এখন নিষিদ্ধ করা হয়েছে। তাই এই কর্মসূচি গ্রহণ করলে আইনগত ভাবে ব্যবস্থা নেবে পুলিশ।

পুলিশের অনুমোদন না মেলায় অত্যন্ত ক্ষুব্ধ বিজেপি শিবির। রাজ্যের পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, করোনাভাইরাস যে এতটা রাজনীতি সচেতন, তা রাজ্য প্রশাসন যদি না জানাতো, তাহলে তাঁরা জানতে পারতেন না। তিনি জানান, রাজ্যের শাসক দল তৃণমূল পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে যদি আন্দোলন করে, তবে সেখান থেকে করোনা ভাইরাস ছড়ায় না। কিন্তু বিজেপি ৪০ জনকে নিয়ে দূরত্ব বজায় রেখে রাস্তায় নামলে করোনা ভাইরাস হুহু করে ছড়ায় সেখান থেকে। তবে, কর্মসূচিতে পুলিশের অনুমোদন না মেলায়, অনুষ্ঠান পালন নিয়ে শুরু হলো সংশয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!