এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির চাপে হিন্দুত্বে গুরুত্ব শাসকদলের? সরকারি উদ্যোগে মনসার থান সংস্কারে উদ্যোগী তৃণমূল?

বিজেপির চাপে হিন্দুত্বে গুরুত্ব শাসকদলের? সরকারি উদ্যোগে মনসার থান সংস্কারে উদ্যোগী তৃণমূল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের পর থেকেই সরকারি উদ্যোগে জেলা জুড়ে মনসার থান সংস্কারের পরিকল্পনা নেয়া হলো। প্রসঙ্গত, কিছুদিন আগে বাঁকুড়া সফরে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, সে সময় তাঁর প্রশাসনিক সভাতে তাঁর কাছে মনসার থান সংস্কারের আর্জি জানিয়ে ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। সেদিনই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। এই বৈঠকের কিছুদিনের মধ্যেই অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়ার বাগদি, বাউরি, মাল ও কোড়া সম্প্রদায়ের ব্যবহার করে কয়েক হাজার মনসার থান সংস্কারের পরিকল্পনা নেয়া হলো।

অনগ্রসর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া জেলার সমস্ত ব্লকে কত সংখ্যায় মনসার থান আছে, তার বিস্তারিত তথ্য জানার নির্দেশ দেওয়া হলো। সরকারের এই উদ্যোগ যথেষ্ট আনন্দিত জেলার মানুষ। তবে, নির্বাচনের আগে অকস্মাত্ রাজ্য সরকারের পক্ষ থেকে মনসার থান সংস্কারের পরিকল্পনা বিস্মিত করেছে রাজনৈতিক মহলকে। এ প্রসঙ্গে বিশ্লেষকদের দাবি, মূলত বিজেপির চাপে পড়েই মনসার থান সংস্কারের বিশেষ উদ্যোগ নিল শাসক দল তৃণমূল। বিজেপি একাধিকবার কটাক্ষ করেছে তৃণমূলকে সংখ্যালঘু তোষণকারী দল বলে। তাই এবার মূলত, বিজেপির চাপেই হিন্দুত্বকে গুরুত্ব দিল শাসকদল। এমনটাই বিভিন্ন বিশ্লেষকদের দাবি।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা জানালেন যে, বাঁকুড়ার বিভিন্ন গ্রামে বাউরি, বাগদি সহ বিভিন্ন তফসিলি জাতিভুক্ত মানুষেরা গোটা বর্ষা জুড়ে মা মনসার পূজা করে থাকেন। এই সম্প্রদায়ের মানুষদের কাছে মা মনসার পূজো একটি বিশেষ উৎসব। কোন কোন স্থানে মনসা পূজাকে কেন্দ্র করে মেলাও বসে। বাঁকুড়া জেলার কয়েক হাজার গ্রামে আছে মনসার থান। কিছু ব্যক্তি নিজের উদ্যোগে বাঁধিয়েছেন মনসার থান। কিন্তু অধিকাংশ স্থানেই আর্থিক সংকটের কারণে খোলা অবস্থায় মনসার পূজো হয়ে থাকে। সরকারি উদ্যোগে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে এবং ছাউনির ব্যবস্থা করে দিতে আবেদন জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে। তাতে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

এছাড়াও শেষবারের বাঁকুড়া সফরে এসে মুখ্যমন্ত্রী বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। যার মধ্যে একটি হলো বাউরি সম্প্রদায়ের জন্য পৃথকভাবে কালচারাল বোর্ড গঠন করা। বাঁকুড়ার জনৈক বাসিন্দাকে এর চেয়ারম্যান করা হয়েছে। এই সঙ্গে সঙ্গেই বিষ্ণুপুর মিউজিয়ামে থাকা ৩০০০ পুথিকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিল সরকার। এর সঙ্গেই বাঁকুড়া জেলার বিভিন্ন বিধায়কদের প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অনগ্রসর কল্যাণ দপ্তরএর পক্ষ থেকে বাঁকুড়া জেলার বাইশটি ব্লকে কতগুলি মনসার থান আছে তার বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে তথ্য সংগ্রহের পর তা পাঠানো রাজ্য সরকারের কাছে অনুমোদনের পর সংস্কারের কাজ শুরু হবে। সরকারের এই বিশেষ উদ্যোগে আনন্দিত স্থানীয় মানুষ।

এ প্রসঙ্গে বিষ্ণুপুরের বেলশুলিয়া এলাকার বাসিন্দা সুমন বাউরি জানালেন যে, তাদের গ্রামে প্রতিবছর আষাঢ় মাসের পঞ্চমী উপলক্ষে মা মনসার পূজো হয় যাকে। কেন্দ্র করে দুদিন ধরে উৎসব চলে। অনেকেই উৎসব উপলক্ষে আসেন। গ্রামে ছোট মেলাও বসে। যা হয়ে আসছে অনেক বছর ধরে। নিজেদের উদ্যোগে থানে তাঁরা পাকা বেদি করেছেন, সরকারের পক্ষ থেকে ছাউনি ও অন্যান্য কাজ করা হলে তারা খুবই আনন্দিত হবেন।প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে বারবার তৃণমূলকে সংখ্যালঘু তোষণকারী দল বলে কটাক্ষ করা হয়েছে। এবার তৃণমূল তার পরিপ্রেক্ষিতেই মনসার থান সংস্কারের উদ্যোগ গ্রহণ করল। বেশকিছু বিশ্লেষকদের মতে, বিজেপির চাপে পড়েই হিন্দুত্বের পথে হাঁটছে শাসকদল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!